শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৭


মাঝ আকাশে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্যালিফোর্নিয়ার আকাশে একটি প্রশিক্ষণ মিশনের সময় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।

স্টারস অ্যান্ড স্ট্রাইপস সামরিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্র থেকে প্রায় ১৩০ মাইল উত্তর-পূর্বে, জনবসতিহীন মরুভূমি অঞ্চলে পড়ে। জায়গাটি সাধারণত লাইভ অস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে আগুনের বিশাল বল উঠছে এবং কিছু দূরে একজন পাইলট প্যারাশুটে করে নিচে নেমে আসছে।

মার্কিন বিমান বাহিনীর তথ্যমতে, এই বিমানটি তাদের প্রধান বিমান প্রদর্শনী স্কোয়াড্রনের অন্তর্গত।

এক বিবৃতিতে এক মার্কিন বিমান বাহিনী মুখপাত্র জানান, “৩ ডিসেম্বর সকাল আনুমানিক পৌনে ১০টায়  যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বিমান প্রদর্শনী দল ‘থান্ডারবার্ডস’-এর একজন পাইলট প্রশিক্ষণ মিশনের সময় ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমায় একটি এফ-১৬সি ফাইটিং ফ্যালকন থেকে নিরাপদে ইজেক্ট করেন।”

তিনি আরও জানান, পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন এবং পরবর্তী চিকিৎসা গ্রহণ করেছেন।

এ বছরের শুরুতে, পোল্যান্ডের ‘টাইগার ডেমো’ অ্যারোবেটিক দলের এক এফ-১৬ পাইলট রাডম এয়ার শোতে উচ্চ-গতির ব্যারেল রোল কৌশল প্রদর্শনের চেষ্টাকালে দুর্ঘটনায় নিহত হন।

সূূত্র: আরটি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ