বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫ অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেবে পাকিস্তান বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন: মিয়া গোলাম পরওয়ার সীমান্তে ভারত কর্তৃক সকল হত্যাকাণ্ডের জবাব বাংলাদেশকে চাইতে হবে: খেলাফত মজলিস গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে: জাতিসংঘ মহাসচিব বন ও বন্যপ্রাণী সুরক্ষায় ২ অধ্যাদেশ পাস বাংলাদেশে আসছে ডিজিটাল পেমেন্ট সেবা ‘পেপাল’

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেবে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে সাময়িকভাবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। গত অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম আংশিকভাবে সীমান্ত খোলা হচ্ছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে। তারা পাকিস্তানে সীমানা পেরিয়ে হামলা চালায়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, জাতিসংঘের সংস্থাগুলোর আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে পাকিস্তান সরকার সীমিত ও নির্দিষ্ট মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়ার ব্যাপারে ছাড় দিয়েছে, যাতে তাদের কনটেইনারগুলো আফগানিস্তানে যেতে পারে। এ সহায়তার মধ্যে রয়েছে- খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সামগ্রী।

কর্মকর্তা আরও জানান, তিন ধাপে এ সহায়তা পাঠানো হবে। তবে প্রথম ধাপ কবে শুরু হবে, সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।

জাতিসংঘের একজন কর্মকর্তাও এএফপিকে নিশ্চিত করেছেন, সহায়তা শিগগিরই আফগানিস্তানে প্রবেশ করবে।

তবে গুরুত্বপূর্ণ সীমান্তঘেঁষা শহর স্পিন বোলদাকের তথ্য বিভাগের প্রধান এএফপিকে বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সীমান্তের গেট এখন বন্ধ রয়েছে।

গত অক্টোবরের সংঘাতের পর থেকেই সীমান্ত বন্ধ। কেবল পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগানদেরই পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে।

পাকিস্তানি কর্মকর্তা জানান, সাধারণ বাণিজ্যের জন্য সীমান্ত বন্ধই থাকবে। তবে শর্তসাপেক্ষে মানবিক সহায়তার জন্য আংশিক খোলা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ