মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৭


হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করছে ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউরোপের দেশ ফ্রান্স উচ্চ বিদ্যালয় বা হাইস্কুলগুলোতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি এক ভাষণে এই ঘোষণা দেন।

শুক্রবার ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মিরেকোর্টে এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ জানান, আমরা ইতোমধ্যে জুনিয়র স্কুলগুলোতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছি। শিগগিরই হাইস্কুলেও (মোবাইল ফোন) নিষিদ্ধ করা হবে। এ ব্যাপারে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি নিশ্চিত করেন, আগামী বছরের শুরু থেকেই এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে এবং শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফরে এই বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন।

কেন ফ্রান্সের সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, ভাষণে তার ব্যাখ্যাও দেন ম্যাক্রোঁ। তিনি বলেন, হাইস্কুল এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সামাজিক মেলামেশার ধারণা অর্জন করে। ফ্রান্সের হাইস্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম ও শিক্ষা সংক্রান্ত শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়াও জরুরি।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মতে, শিক্ষার্থীদের সামাজিকীকরণের ক্ষেত্রে স্মার্টফোন একটি বড় বাধা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের কিশোর-কিশোরীরা অল্প বয়স থেকেই একাকীত্বে ভোগাসহ বিভিন্ন মানসিক সংকটে ভুগবে— এমনটা আমরা চাই না।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে স্কুল শিক্ষার্থীদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে সাইবার বুলিং এবং যৌন হয়রানির শিকার হচ্ছে বহু কিশোর-কিশোরী। এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বিভিন্ন দেশে বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থী একাকীত্বসহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছে। ফ্রান্সের এই পদক্ষেপের আগে অস্ট্রেলিয়া ইতোমধ্যে আইন জারি করে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে, যা চলতি ডিসেম্বর থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। একইভাবে মালয়েশিয়াও আগামী ১ জানুয়ারি থেকে ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ