সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭


আফগান যুদ্ধাপরাধ ধামাচাপা দিয়েছিল যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর (SAS) জ্যেষ্ঠ কর্মকর্তারা আফগানিস্তানে সম্ভাব্য যুদ্ধাপরাধ ধামাচাপা দিয়েছিলেন বলে একটি তদন্তে উঠে এসেছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত প্রমাণ অনুসারে, এক দশকের বেশি সময় আগে আফগানিস্তানে বিশেষ বাহিনীর ইউনিটগুলো বেআইনি হত্যাকাণ্ড চালায়। তবে বাহিনীর দুই প্রাক্তন পরিচালক এবং অন্যরা উদ্বেগ প্রকাশ করা হলেও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।

২০২৩ সালে লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসে শুরু হওয়া তদন্তটি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে আফগানিস্তানে বিশেষ বাহিনীর আচরণ সম্পর্কিত ঘটনাগুলো তদন্ত করছে। এর মধ্যে নারী ও শিশু হত্যাও অন্তর্ভুক্ত।

স্পর্শকাতর বিষয় হওয়ায় তদন্তের পরিচালকের নাম এতে প্রকাশ করা হয়নি, তবে তাকে 'N1466' নামে বর্ণনা করা হয়েছে। তিনি বলেছেন, 'আমি যা দৃঢ়ভাবে সন্দেহ করেছিলাম, তা হলো নিরীহ মানুষের বেআইনি হত্যা।'

তিনি আরও বলেছেন, এই দৃষ্টিভঙ্গি উঠে এসেছে যে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি অল্প সংখ্যক সৈন্য বা একটি একক উপ-ইউনিটের মধ্যে সীমাবদ্ধ ছিল না...বরং সম্ভাব্যভাবে আরও বিস্তৃত ছিল।

তদন্তের পরিচালক বলেন, 'আজও তারা আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য শোক প্রকাশ করছে... আমরা আদালতকে এই শিশুদের কথা শোনার এবং ন্যায়বিচার আনার জন্য অনুরোধ করছি।'

তিনি বলেছেন, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা 'সঠিক কাজ করার' প্রচেষ্টায়ও বাধা দিয়েছেন।

২০২২ সালে বিবিসি রিপোর্ট করেছিল, একটি 'SAS' স্কোয়াড্রন আফগানিস্তানে ছয় মাসের সফরের সময় কমপক্ষে ৫৪ জনকে হত্যা করেছে, যাদের মধ্যে আটক ব্যক্তি এবং শিশুও ছিল। সম্ভাব্য যুদ্ধাপরাধ সম্পর্কে ২০১১ সালের গোড়ার দিকে প্রথমবার বিশেষ বাহিনীর পরিচালকের কাছে জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ