ইরানে দুই নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেমনান প্রদেশের বাসতাম শহরে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে এ দণ্ড কার্যকর করা হয়।
ইরানের বিচার বিভাগ–সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজান জানায়, দেশটির সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বা রায় ঘোষণার তারিখ প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সেমনান প্রদেশের বিচার বিভাগের প্রধান মোহাম্মদ সাদেঘ আকবরী জানান, দোষী ব্যক্তি প্রতারণা ও বলপ্রয়োগের মাধ্যমে দুই নারীকে আক্রমণ করেছিলেন। পরে ভুক্তভোগীদের সুনাম ক্ষুণ্ন করতে তাদের হুমকি দিয়েছিলেন বলেও তিনি জানান।
ইরানে সাধারণত কারাগারের ভেতরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হত্যার দায়ে আরেক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহের মাথায় নতুন এই শাস্তি কার্যকর হলো।
সূত্র: ইরান ওয়্যার
এনএইচ/