শ্রীলঙ্কায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৩২ জনেরও বেশির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্যোগের ফলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশের বেশ কিছু অংশে প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে দেশের মধ্য প্রদেশের চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলেই ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার একই অঞ্চলে ভূমিধসে আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।
গত সপ্তাহ থেকে দেশটি তীব্র আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। ভারী বৃষ্টিপাতের ফলে ঘর-বাড়ি, ক্ষেত এবং রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। অনেক জলাধার এবং নদী উপচে পড়েছে, যার ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশগুলোকে সংযুক্ত করার কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু এলাকায় রেল লাইন বন্যায় প্লাবিত করেছে।
স্থানীয় টেলিভিশনে দেখানো হয়েছে, কলম্বো থেকে প্রায় ৪১২ কিলোমিটার পূর্বে পূর্বাঞ্চলীয় শহর আমপাড়ার কাছে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা চলছে। এই তীব্র আবহাওয়া প্রায় ৪ হাজার পরিবারকে প্রভাবিত করেছে।
এলএইস/