||মুফতি ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী||
ভারত সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওঃ আমির খান মুত্তাকি হাফি ১১ অক্টোবর (শনিবার) ভারতের দিল্লিতে অবস্থান শেষে উপমহাদেশের ঐতিহাসিক বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করবেন।
দারুল উলুম কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই ঐতিহাসিক প্রোগ্রামের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। সকালে আনুমানিক ৯টায় তিনি জিটি রোড থেকে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা গ্রহণ করবেন। পরে মোহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানি হাফি-র বুখারি শরিফের দরসে অংশগ্রহণ করে হাদিসের ইজাজত গ্রহণ করবেন।
জোহরের নামাজের পর দারুল উলুমের মেহমানখানায় উস্তাদগণের সঙ্গে বিশেষ সংবর্ধনা এবং সাধারণ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় নবনির্মিত ‘শায়খুল হিন্দ লাইব্রেরি’-এর দোতলায় ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।
উল্লেখ্য, আফগানিস্তান হলো শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহ.-এর স্বপ্নের বাগান, যেখানে তাঁর ভাব-শিষ্যদের অসামান্য অবদান রয়েছে। দারুল উলুমে তাঁর নামে নির্মিত ভবনটি ‘শায়খুল হিন্দ লাইব্রেরি’ নামে পরিচিত, আর এখানে অনুষ্ঠিত হয় দাওরায়ে হাদিসের দরস।
ছাত্রদের মধ্যে তাঁর আগমনে আনন্দ, আগ্রহ ও খুশির জোয়ার বইছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত খুলবে।
এনএইচ/