আফগানের পররাষ্ট্রমন্ত্রী মাওঃ আমির খান মুত্তাকি দেওবন্দে আগমন
প্রকাশ:
১১ অক্টোবর, ২০২৫, ১১:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
||মুফতি ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী|| দারুল উলুম কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই ঐতিহাসিক প্রোগ্রামের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। সকালে আনুমানিক ৯টায় তিনি জিটি রোড থেকে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা গ্রহণ করবেন। পরে মোহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানি হাফি-র বুখারি শরিফের দরসে অংশগ্রহণ করে হাদিসের ইজাজত গ্রহণ করবেন। জোহরের নামাজের পর দারুল উলুমের মেহমানখানায় উস্তাদগণের সঙ্গে বিশেষ সংবর্ধনা এবং সাধারণ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় নবনির্মিত ‘শায়খুল হিন্দ লাইব্রেরি’-এর দোতলায় ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, আফগানিস্তান হলো শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহ.-এর স্বপ্নের বাগান, যেখানে তাঁর ভাব-শিষ্যদের অসামান্য অবদান রয়েছে। দারুল উলুমে তাঁর নামে নির্মিত ভবনটি ‘শায়খুল হিন্দ লাইব্রেরি’ নামে পরিচিত, আর এখানে অনুষ্ঠিত হয় দাওরায়ে হাদিসের দরস। ছাত্রদের মধ্যে তাঁর আগমনে আনন্দ, আগ্রহ ও খুশির জোয়ার বইছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত খুলবে। এনএইচ/ |