শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

কাতসের দম্ভ: ‘গাজা জ্বলছে’, আরও জ্বলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইস্রায়েল কাতস ঘোষণা করেছেন যে “গাজা জ্বলছে” ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র হামলার ফলে। এদিকে, ইসরায়েলি বন্দিদের পরিবার বেনিয়ামিন নেতানিয়াহুকে তাদের প্রিয়জনদের “বলিদান” দেওয়ার অভিযোগ করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) “এক্স” প্ল্যাটফর্মে কাতস লিখেছেন, সেনাবাহিনী “লোহা মুঠো দিয়ে সন্ত্রাসের অবকাঠামো ধ্বংস করছে” এবং “বন্দিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার পরিবেশ তৈরি করছে।”

আজ ভোরে ইসরায়েলি সেনারা গাজা শহরে ব্যাপক বিমান ও স্থল হামলা চালায়। উত্তর গাজায় একাধিক আবাসিক ভবন ধ্বংস করা হয় এবং শহরের বন্দর এলাকা ও রিমাল পাড়ার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দেয়া হয়। সোমবার ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বসল বলেন, “গাজা শহর ভয়াবহ হামলার মুখে, শহীদ ও আহতের সংখ্যা দ্রুত বাড়ছে।”

ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হাইয়োম জানায়, গাজায় হওয়া প্রবল বিস্ফোরণের শব্দ তেল আবিব পর্যন্ত শোনা গেছে, এবং তীব্র হামলায় দক্ষিণাঞ্চলীয় বসতি “নেতিভত”-এর জানালাগুলো ভেঙে গেছে।

বন্দিদের পরিবার ক্ষুব্ধ
এদিকে, বন্দিদের পরিবারভুক্ত সংগঠন নেটানিয়াহুকে “গাজায় আটক ব্যক্তিদের বলিদান” দেওয়ার অভিযোগ করেছে। তাদের ভাষ্য, “৭১০তম রাত হয়তো আমাদের প্রিয়জনদের জীবনের শেষ রাত হতে পারে।”

সংগঠনটি সতর্ক করে জানায়, অব্যাহত হামলা বন্দিদের জীবনের জন্য সরাসরি হুমকি। তারা অভিযোগ করে যে নেটানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী কাতসসহ অন্যরা তাদের সাক্ষাতের অনুরোধ উপেক্ষা করেছেন। সংগঠনটি নেটানিয়াহুকে “ব্যক্তিগতভাবে দায়ী” আখ্যা দিয়ে বলে, “ইসরায়েলি জনগণ বন্দি ও সৈন্যদের বলিদান ক্ষমা করবে না।”

অন্যদিকে, ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগডর লিবারম্যানও নেটানিয়াহুর সমালোচনা করে বলেন, তিনি স্বীকার করেছেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি বন্দি, ইসরায়েলের কৌশলগত সম্পর্ক ও অর্থনীতিকে বলিদান দিতেও প্রস্তুত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ