শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

মালয়েশিয়ায় বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের প্রদর্শনী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (মিহাস) তার ২১তম আসর নিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (মিটেক) শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

মালয়েশিয়া বহির্মুখী বাণিজ্য উন্নয়ন কর্পোরেশন (ম্যাট্রেড) আয়োজিত এ আয়োজনে ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এবারের আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘হালাল উৎকর্ষতার শীর্ষ’।

ম্যাট্রেডের এক বিবৃতিতে জানানো হয়, মিহাস ২০২৫-এ বাংলাদেশসহ ৮০টি দেশের ২ হাজার ৪শ বুথ ও আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবেন। প্রায় ৪৫ হাজার দর্শনার্থীর উপস্থিতি আশা করছে আয়োজকরা। ইভেন্টে প্রদর্শনীর পাশাপাশি থাকবে বিশেষ ক্রয় মিশন (আইএনএসপি), নলেজ হাব সেমিনার, পুরস্কার বিতরণী ও ব্যবসায়িক সংলাপের সুযোগ।

হালাল খাদ্য ও পানীয়, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইসলামিক অর্থায়ন, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ব্যক্তিগত যত্ন, প্রসাধনী এবং মুসলিম-বান্ধব পর্যটন— সব মিলিয়ে একটি সমন্বিত প্রদর্শনীর স্থান তৈরি করা হয়েছে।

আয়োজকদের মতে, মিহাস ২০২৫ কেবল প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক হালাল শিল্পে মান, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতির প্রতিফলন।

গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত মিহাস ব্যাপক সাফল্য অর্জনের পর এ বছর ৫–১০ নভেম্বর চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হবে। চীন আন্তর্জাতিক আমদানি এক্সপোর (সিআইআইই) সহযোগিতায় আয়োজিত এ প্ল্যাটফর্মকে মালয়েশিয়ান উদ্যোক্তাদের জন্য চীনা বাজারে প্রবেশের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ম্যাট্রেড জানিয়েছে, দায়িত্বশীল অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে ইতোমধ্যে সিআইআইই ব্যুরোর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী সংস্থাগুলো শুধু চীন নয়, পূর্ব এশিয়া ও বৃহত্তর অঞ্চলে ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ পাবে।

উল্লেখ্য, ২০২৪ সালে মিহাস ৪.৩ বিলিয়ন রিঙ্গিত বিক্রি রেকর্ড করে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ