সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওরেব্রোতে কটি মসজিদের কাছে ২৫ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৫ আগস্ট) ওরেব্রো বোগলুন্ডসাঙ্গেন এলাকার ওরেব্রো মসজিদে জুমার নামাজের কিছুক্ষণ পরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১.৪৫ মিনিটে তাদের কাছে গুলির খবর জানানো হয়। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছ দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান এবং বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে তাদের মধ্যে একজন মারা যান।
হত্যা, হত্যার চেষ্টা এবং গুরুতর অস্ত্র সংক্রান্ত অপরাধের প্রাথমিক তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে আক্রমণটি ‘অপরাধী নেটওয়ার্ক ও গ্যাং-সম্পর্কিত’।
পুলিশের মুখপাত্র অ্যান্ডার্স ডাহলম্যান সাংবাদিকদের বলেন, ‘অপরাধী এখনও পলাতক। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি। কর্মকর্তারা সাক্ষীদের সাক্ষাৎকার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহসহ ব্যাপক তদন্তমূলক কাজ পরিচালনা করছেন।’
এদিকে সুইডিশ ইসলামিক ফেডারেশনের সভাপতি তাহির আকান বলেন, এই গুলিবর্ষণ মসজিদ বা মুসল্লিদের লক্ষ্য করে পরিচালিত হয়নি। দুই ভুক্তভোগীর সঙ্গে অপরাধীর ‘ব্যক্তিগত বিরোধ’ ছিল এবং তারা শুক্রবারের নামাজ থেকে বেরিয়ে আসার সময় তাদের গুলি করা হয়।
কর্তৃপক্ষ এলাকাটি এখনও অবরুদ্ধ করে রেখেছে, বেশ কয়েকটি উদ্ধারকারী ইউনিট, পুলিশ অফিসার এবং অ্যাম্বুলেন্স সেখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া সাধারণ জনগণকে আশেপাশের এলাকা এড়িয়ে চলার এবং রাস্তা অবরোধ মেনে চলার আহ্বান জানিয়েছে।
সূত্র: আনাদোলু
এসএকে/
 
                              
                           
                              
                           
                         
                              
                          
 
                        
                                                  
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              