শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু ২৫০ ছাড়াল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে টানা মুষলধারে বৃষ্টি ও মেঘভাঙা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জন ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।

শনিবার (১৬ আগস্ট) দেশটির কর্মকর্তাদের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশ। এখানে একাই ২০০ জনের বেশি প্রাণহানি ঘটেছে। এছাড়া আজাদ কাশ্মীরে ১৯ জন ও গিলগিট-বালতিস্তানে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এখনো ভয়াবহ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, প্রাণহানির পাশাপাশি অন্তত ১১৬টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৩৪টি আংশিক ও ১৪টি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। গিলগিট-বালতিস্তানে ১৪টি আংশিক ও ৩টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আর আজাদ কাশ্মীরে ২৩টি আংশিক ও ২৮টি সম্পূর্ণ বাড়িঘর ভেঙে গেছে।

বন্যায় বহু বাড়িঘর ভেসে গেছে এবং একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল টাওয়ারও। ফলে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টার, ক্ষতিগ্রস্ত সড়ক এবং পায়ে হেঁটে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। তবে এর মধ্যেই ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হলে পাঁচজন নিহত হন।

সূত্র : জিও নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ