শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আলী রীয়াজসহ সংস্কার কমিশনের সব সদস্যকে গ্রেফতার করতে হবে: মাওলানা ইউসুফী আমরা মওদুদি ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন নতুন বাংলাদেশ গড়তে ইসলামী আদর্শের দিকে ফিরে আসতে হবে: প্রফেসর মুজিবুর রহমান জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে দেশ ও শ্রমিকদের অনিশ্চয়তা থেকে রক্ষা করুন: ইসলামী শ্রমিক আন্দোলন  জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিবে  ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তরের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনের হামলার কারণে ইসরায়েলি সরকারের জন্য আবারও চিন্তার মুহূর্ত এসেছে। একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলকে অস্থির করে রেখেছে। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ৫টি ড্রোন ব্যবহৃত হয়েছে।

এক বিবৃতিতে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী জানায়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ অঞ্চলের ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও ৩টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

বিবৃতিতে দাবি করা হয় যে, সব অভিযানই সফল হয়েছে। তারা আরও জানায়, যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে, ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছিল। তারা জানিয়েছে, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করবে, সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ