শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

আফগানিস্তানে শরিয়া বাস্তবায়নই শান্তির গ্যারান্টি: আইইএ সুপ্রিম লিডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের (আইইএ) সর্বোচ্চ নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শরিয়া ভিত্তিক আইন, বিধান ও ডিক্রি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রদ্রোহের দরজা বন্ধ হয়ে যাবে এবং দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) আইইএর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, কান্দাহার প্রদেশে হেরাত উলামা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আখুন্দজাদা এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, শরিয়া আইন বাস্তবায়নে ব্যর্থতা বিভক্তি, অনৈক্য ও বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। তাই সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব রায় ও নির্দেশ কার্যকর করাটা অপরিহার্য।

বৈঠকে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, “ইসলামিক আমিরাত গত চার বছর ধরে আফগানিস্তানে শাসন করছে। এ সময়ের মধ্যে দেশজুড়ে বড় কোনো সংঘাত, দলাদলি বা যুদ্ধ হয়নি। এখন সময় এসেছে আলেমদের সক্রিয় ভূমিকা পালনের এবং শরিয়া বাস্তবায়নের সুযোগকে কাজে লাগানোর।”

তিনি বলেন, নবীদের উত্তরসূরি হিসেবে ধর্মীয় পণ্ডিতদেরই মানবজাতিকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। সেইসঙ্গে তিনি আলেমদের প্রতি ঐক্য বজায় রাখা ও পরস্পরের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আল্লাহ শাসকদের ওপর ধর্মীয় পণ্ডিতদের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছেন। বর্তমান কঠিন সময়ে আমাদের পারস্পরিক সহায়তা ও ঐক্যের কোনো বিকল্প নেই।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ