শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আলী রীয়াজসহ সংস্কার কমিশনের সব সদস্যকে গ্রেফতার করতে হবে: মাওলানা ইউসুফী আমরা মওদুদি ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন নতুন বাংলাদেশ গড়তে ইসলামী আদর্শের দিকে ফিরে আসতে হবে: প্রফেসর মুজিবুর রহমান জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে দেশ ও শ্রমিকদের অনিশ্চয়তা থেকে রক্ষা করুন: ইসলামী শ্রমিক আন্দোলন  জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিবে  ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তরের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আফগানিস্তানে শরিয়া বাস্তবায়নই শান্তির গ্যারান্টি: আইইএ সুপ্রিম লিডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের (আইইএ) সর্বোচ্চ নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শরিয়া ভিত্তিক আইন, বিধান ও ডিক্রি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রদ্রোহের দরজা বন্ধ হয়ে যাবে এবং দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) আইইএর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, কান্দাহার প্রদেশে হেরাত উলামা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আখুন্দজাদা এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, শরিয়া আইন বাস্তবায়নে ব্যর্থতা বিভক্তি, অনৈক্য ও বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। তাই সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব রায় ও নির্দেশ কার্যকর করাটা অপরিহার্য।

বৈঠকে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, “ইসলামিক আমিরাত গত চার বছর ধরে আফগানিস্তানে শাসন করছে। এ সময়ের মধ্যে দেশজুড়ে বড় কোনো সংঘাত, দলাদলি বা যুদ্ধ হয়নি। এখন সময় এসেছে আলেমদের সক্রিয় ভূমিকা পালনের এবং শরিয়া বাস্তবায়নের সুযোগকে কাজে লাগানোর।”

তিনি বলেন, নবীদের উত্তরসূরি হিসেবে ধর্মীয় পণ্ডিতদেরই মানবজাতিকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। সেইসঙ্গে তিনি আলেমদের প্রতি ঐক্য বজায় রাখা ও পরস্পরের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আল্লাহ শাসকদের ওপর ধর্মীয় পণ্ডিতদের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছেন। বর্তমান কঠিন সময়ে আমাদের পারস্পরিক সহায়তা ও ঐক্যের কোনো বিকল্প নেই।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ