রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

"আফগান শিক্ষায় ইরানের নতুন সহযোগিতা"

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাবুলে ইরান দূতাবাসের সাংস্কৃতিক পরামর্শদাতা ড. সাইয়েদ রুহুল্লাহ হোসেইনি এবং আফগান শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপমন্ত্রী মৌলভী সাখাউল্লাহ সাঈদীর মধ্যে এক বৈঠকে বৈজ্ঞানিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।

২১ জুলাই কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে আয়োজিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল উপস্থিত ছিল। বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক ঐতিহাসিক, ধর্মীয় ও ভাষাগত মিলকে সামনে রেখে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

মৌলভী সাখাউল্লাহ বলেন, “চার দশকের সংঘাতের কারণে আফগান শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ইসলামিক আমিরাত শিক্ষাখাত পুনর্গঠনে অগ্রাধিকার দিচ্ছে।” তিনি নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা প্রসারে আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ করে ইরানের সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।

ড. হোসেইনি বলেন, “বর্তমান আফগানিস্তান সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। ইরান শিক্ষা, প্রযুক্তি, শিক্ষক প্রশিক্ষণ, গ্রন্থাগার উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণসহ বহু ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি প্রস্তাব দেন, আফগান শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ইরানে গিয়ে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কাঠামো ঘুরে দেখুক।

গৃহীত প্রস্তাবগুলো: ড. হোসেইনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন, পাঠ্যবই ও স্কুল লাইব্রেরি সরবরাহ, যৌথ শিক্ষামূলক কর্মশালা ও ওয়েবিনার, ইরান থেকে অধ্যাপক পাঠানো, শিক্ষার্থীদের জন্য বৈজ্ঞানিক শিবির, আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণে সহায়তা, মিডিয়া সাক্ষরতা ও ডিজিটাল শিক্ষায় প্রশিক্ষণ, সাংস্কৃতিক বিষয়াদি প্রচারে যৌথ কমিটি গঠন, তিনি জোর দিয়ে বলেন, “সাইবার হুমকি এড়াতে স্মার্ট শিক্ষা ও সচেতনতা জরুরি।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ