সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার কোন এখতিয়ার এই সরকারের নেই মক্কায় মোজাইকে লেখা কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন আজান দিতে যাওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের গোয়াইনঘাটে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা ও শুরা অধিবেশন বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়তে চায় সরকার ইসরায়েলি বন্দিদের সহায়তা পৌঁছে দিতে শর্তসাপেক্ষে সম্মতি হা/মা/সের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আগামীকাল বন্ধ থাকবে ব্যাংক সকালে ৭টি খেজুর খাওয়া নিয়ে হাদিসের বাণী মৌলভীবাজারে খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা ‘জাতিসংঘের অফিস খোলার অনুমতি দেওয়ার কোনো এখতিয়ার এই সরকারের নেই’

গাজা মারাত্মক ক্ষুধা সংকটে ভুগছে: ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলা এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেওয়ার ফলে যে চরম ক্ষুধা সংকট সৃষ্টি হয়েছে, তা অবশেষে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ সোমবার স্কটল্যান্ড সফরে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ট্রাম্প। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কিছুদিন আগে আমি টেলিভিশনে গাজার একদল শিশুকে দেখেছি। তারা ছিল অত্যন্ত ক্ষুধার্ত। গাজায় সত্যিকার অর্থে একটি ক্ষুধা সংকট চলছে, এবং এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না।”

এর আগে, চলতি মাসের শুরুর দিকে গাজায় দু'মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রস্তাব নিয়ে ইসরায়েল এবং হামাস নিজেদের মধ্যে আলোচনা করেছিল, তবে গত সপ্তাহে হামাস জানিয়েছে, তারা এমন কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না, যদি সংঘাত স্থায়ীভাবে বন্ধ হওয়ার নিশ্চয়তা না থাকে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, “যতটুকু বুঝতে পারছি, হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিতে চায় না। আমি নেতানিয়াহুকে বলেছি— যেভাবে তিনি এগোচ্ছেন, তাতে কাজ হতে পারে না। আমি তাকে পদ্ধতি বদলানোর পরামর্শ দিয়েছি।”

তিনি আরও বলেন, “সবচেয়ে বড় কথা হলো, গাজায় এই সংঘাত এখনই শেষ হওয়া উচিত। হামাসকে পরাজিত করতে ইসরায়েল আরও কঠোর লড়াই চালাতে পারে, তবে গাজা এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। সেখানে মানুষের জন্য খাদ্য এবং নিরাপত্তা এখন সবচেয়ে জরুরি।”

সূত্র: অ্যাক্সিওস

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ