রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

‘অপারেশন সিঁদুর’ ব্যর্থ, এবার ‘অপারেশন মহাদেব’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‘অপারেশন সিঁদুর’ ব্যর্থ হওয়ার পর নতুন এক সামরিক অভিযানের পথে হাঁটছে ভারত। পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো বলছে, ‘অপারেশন মহাদেব’ নামে এ অভিযানে পাকিস্তানি নাগরিকদের বেআইনিভাবে আটক করে ভুয়া বন্দুকযুদ্ধে হত্যা করা হচ্ছে। মূলত কাশ্মীরে চলমান স্বাধীনতাকামী আন্দোলন দমন ও দেশের অভ্যন্তরে রাজনৈতিক ভাবমূর্তি রক্ষাই এর উদ্দেশ্য।

সূত্র জানায়, সাম্প্রতিক পহেলগাম ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর পরই ভারতীয় সেনাবাহিনী নতুন করে এই 'ফেক এনকাউন্টার' শুরু করে। ২৪ এপ্রিল দুই নিরীহ কাশ্মিরি সীমান্ত ভুল করে অতিক্রম করলে, তাদের ভুয়া বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, ভারতীয় কারাগারে আটক নিরপরাধ পাকিস্তানিদের গোপনে হত্যা করে তাদেরকে সীমান্ত পেরিয়ে আসা ‘জঙ্গি’ হিসেবে প্রচার করছে ভারত। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় সরকারের বিরুদ্ধে উদ্বেগও প্রকাশ পেয়েছে।

ডিজিআইএসপিআর (আইএসপিআর-এর মহাপরিচালক) এর তথ্য অনুযায়ী, বর্তমানে ৭২৩ জন পাকিস্তানি নাগরিক ভারতীয় কারাগারে আটক রয়েছেন, যাদের মধ্যে ৫৬ জনকে বেআইনিভাবে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ধরে রেখেছে। এসব তথ্য তিনি ২৯ ও ৩০ এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ে প্রকাশ করেন।

নিরাপত্তা সূত্রগুলো আশঙ্কা প্রকাশ করেছে, নিহতদের মরা দেহ, প্ল্যান্ট করা অস্ত্র ও ‘জঙ্গি’ প্রমাণের ছবি-ভিডিও ভারতীয় গণমাধ্যমকে আগেই সরবরাহ করা হচ্ছে। এমনকি আটক ব্যক্তিদের দিয়ে পাকিস্তানবিরোধী বক্তব্যও আদায় করা হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরে ‘ফেক এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে ভারতীয় সেনাবাহিনী আগেই কুখ্যাত। ‘অপারেশন মহাদেব’ সেই কৌশলেরই ধারাবাহিক রূপ। 'অপারেশন সিঁদুর' ও পহেলগাম অভিযানে ব্যর্থ হয়ে এখন আরও বেশি মরিয়া হয়ে উঠেছে ভারত।

সূত্র: ডেইলি জঙ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ