রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

গাজায় ৪ ইসরায়েলি সেনা হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার দক্ষিণাঞ্চলে ভয়াবহ লড়াইয়ে রবিবার (২১ জুলাই) দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর একদিন আগে আহত অপর এক সেনার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করে তারা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় বলেন, "আমরা হারিয়েছি তিন তরুণ বীরকে—তাদের মধ্যে ছিলেন আমাদের সেরাদের কয়েকজন, যারা রাষ্ট্রের নিরাপত্তা এবং জিম্মিদের মুক্তির জন্য জীবন দিয়েছেন।"

নিহত দুই সেনার বয়স ২০ ও ২২ বছর। তারা গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলি সামরিক সূত্র জানায়, খান ইউনিস শহরে একটি সাঁজোয়া যান বিস্ফোরণে তারা নিহত হন। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা যোদ্ধার পেতে রাখা বোমা বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনার তদন্ত চলছে।

এছাড়া একই দিনে আরেকটি পৃথক সংঘর্ষে গাজার দক্ষিণাঞ্চলে এক কর্মকর্তা ও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন।

এএফপির বরাত দিয়ে জানানো হয়, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলের স্থল অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪৬২ সেনা নিহত হয়েছেন। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় ১,২১৯ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক।

অন্যদিকে, হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯,৮২১ জন ফিলিস্তিনি, যাদের বড় অংশই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ