সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক নির্বাচনে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা উপাচার্যকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ‘কঠোর আন্দোলন’: বাকৃবি শিক্ষার্থীরা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র ইসরায়েলের! আরো ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ছোটকাল থেকেই বাচ্চাদের জিদ নিয়ন্ত্রণের ১০ কৌশল ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তকে জুতাপেটা, সালিশে মীমাংসা নুরের শারীরিক অবস্থার উন্নতি, নেওয়া হবে কেবিনে সরকারের চিন্তা শুধু কী করলে এনসিপির সুবিধা হবে : মাসুদ কামাল

ফিলিস্তিনিদের ভেড়াগুলোকেও হত্যা করছে ইসরায়েলিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি দখলদারদের নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনিদের পশুরাও। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা শুধু মানুষের ওপরই নয়, হামলা চালাচ্ছে নিরীহ প্রাণীদের উপরেও—হত্যা করছে ফিলিস্তিনিদের ভেড়া।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৮ জুলাই, শুক্রবার রাতে দখলদার বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে বেদুইন অধ্যুষিত আরাব আল-কাবানেহ এলাকায় হামলা চালায়। রাতভর পরিচালিত এই হামলায় অন্তত ১১৭টি ভেড়া হত্যা ও আরও শত শত ভেড়া চুরি হয়েছে।

সেখানে বসবাসকারী সালেম সালমান মুজাহিদ বলেন, “বসতি স্থাপনকারীরা একাধিক দলে বিভক্ত হয়ে সংগঠিতভাবে আক্রমণ চালায়। আমি তাদের জিজ্ঞেস করি—তোমরা এখানে কী করছো? তারা উত্তর না দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এমনকি সেনাবাহিনী এসে আমাকে হাতকড়া পরিয়ে আটক করে।”

তিনি জানান, বসতি স্থাপনকারীদের অন্য একটি দল তখন তার ভেড়ার পালের ওপর নৃশংসভাবে হামলা চালায়।

ঘটনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি ভূমি প্রতিরক্ষা কমিশনের প্রধান মাওয়াদ শাবান বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন হামলা নয়; বরং ফিলিস্তিনিদের উচ্ছেদের একটি সুপরিকল্পিত ও নির্মম কৌশলের অংশ।”

তিনি বলেন, “ভেড়া ও অন্যান্য পশুদের গুলি করে হত্যা করা হচ্ছে শুধু যাতে মালিকেরা ভয় পেয়ে এলাকা ছেড়ে চলে যায়। এটি দখলদারদের একটি কৌশল—মানুষকে জমি থেকে তাড়ানোর জন্য ভয় দেখানো।”

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সম্প্রতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের পাশাপাশি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আক্রমণের মাত্রা বেড়েই চলেছে। তবে আরাব আল-কাবানেহ এলাকায় পশুহত্যার বিষয়ে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এই বর্বরতা বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মানুষের পাশাপাশি প্রাণীদের ওপরও হামলা যে ইসরায়েলি নৃশংসতার নতুন মাত্রা—তা আর অস্বীকারের সুযোগ নেই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ