ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন। এ সময় তিনি ইসরায়েলের চলমান হামলা-পাল্টা হামলা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। খবর আল-জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফোনালাপে বলেন, “রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ইহুদিবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েল) আমাদের সব প্রচেষ্টায় বাধা ও নাশকতা চালাচ্ছে।”
তবে ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কী বলেছেন, সে বিষয়ে আল-জাজিরার প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালে দীর্ঘ বিরতির পর ইরান ও সৌদি আরব আবারও কূটনৈতিক সম্পর্ক চালু করে। সেই থেকে দুই দেশের সম্পর্কে উষ্ণতা ফিরে আসতে শুরু করে।
এনএইচ/