ইসরাইলের ওপর নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতের প্রথম দফা হামলার কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় দফা হামলা চালায় তেহরান, লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের দুই গুরুত্বপূর্ণ শহর—তেল আবিব ও জেরুজালেম। এতে বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে। তেল আবিব ও জেরুজালেমে একের পর এক বিস্ফোরণ ঘটছে, আর আগুনের শিখায় জ্বলছে শহরের একাধিক এলাকা। এখনও পর্যন্ত হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না পেলেও আক্রমণের তীব্রতা আগের চেয়ে অনেক বেশি বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ইসরাইলি সাংবাদিক হ্যাগি মাতার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তেল আবিবে ভয়াবহ গোলাবর্ষণ চলছে এবং বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা MDA। হাইফা শহরের কাছে পাঁচজন গ্যালিলি অঞ্চলে একটি দোতলা ভবনে আহত হন ১৪ জন একজনের অবস্থা আশঙ্কাজনক
ম্যাডিসিস এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দাবি করেছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে একজন নিহত হয়েছেন।
তেল আবিব ও জেরুজালেমজুড়ে সাইরেন বেজে উঠছে বারবার। আতঙ্কিত সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ে যাচ্ছে। ইসরাইলি বাহিনী রাতের শুরুতে জনগণকে বাসায় ফেরার আহ্বান জানালেও দ্বিতীয় দফা হামলায় সেই বার্তার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইসরাইলি সামরিক রেডিও এর আগে জানায়, তেহরান রাতেই আবার আক্রমণ চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলেছিল। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।
এনএইচ/