সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। বলা হচ্ছে, হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামিও রয়েছেন।
এদিকে ইসরাইলি নিরাপত্তা সূত্র দাবি করেছে, ‘ক্রমবর্ধমান সম্ভাবনা রয়েছে’ যে আজ রাতের হামলায় ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন।
তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলা স্থানীয় মানুষের মাঝে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
ইরানি কর্তৃপক্ষ এ হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এমন নিঃশর্ত ও অপ্রয়োজনীয় সহিংসতা মানবতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।’
ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, তারা ‘নেশন অব লায়ন্স’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযান চালিয়েছে, যার মাধ্যমে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা সরাসরি লক্ষ্যবস্তু হয়েছে।
টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
এনএইচ/