পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। ইতোমধ্যে হজের সফরে সৌদি আরবে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী।
সর্বশেষ গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)। হজযাত্রীদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৭ জন ও আরাফায় ১ জন।
বুধবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এসব তথ্য জানা গেছে।
গতকাল ১০ জুন থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। সৌদিআরবের উদ্দেশে বাংলাদেশি হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ছিল ৩১ মে।
হজের আনুষ্ঠানিকতা শুরু হয় গত ৪ জুন। সেদিন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে মূল কার্যক্রম সম্পন্ন করেন। পরে হাজিরা বিদায়ি তাওয়াফ ও সাঈ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করেন।
এমএম/