শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : ইবনে শায়খুল হাদিস রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় জেলে আটক করেছে পাকিস্তান জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মামুনুল হক ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই : হাসনাত আবদুল্লাহ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জে ওলামা-মাশায়েখ  সম্মেলন অনুষ্ঠিত সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

মিয়ানমারে ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ২৮৮৬ জনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে বলে জানা  গেছে । এ পর্যন্ত ৪ হাজার ৬৩৯ জন আহত এবং ৩৭৩ জন নিখোঁজ হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পের সময় শুধু মসজিদে অবস্থানকারী সাত শতাধিক মুসল্লি নিহত হয়েছেন। ইতোমধ্যে দুর্যোগে দুর্গম এলাকায় জরুরি ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

এদিকে ভূমিকম্পে থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে এখন ২২। দেশটিতে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭২ জন নিখোঁজ রয়েছেন।

আলজাজিরা জানায়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বলা হয়, দেশটিতে চীনা দূতাবাসের ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য স্থানীয় রেড ক্রসকে ১ দশমিক ৫ মিলিয়ন ইউয়ান (২,০৬,৬৮৫ ডলার) মূল্যের নগদ সহায়তা পৌঁছে দিয়েছে।

এদিকে চীনা রেড ক্রসের একটি ত্রাণবহরে মিয়ানমার জান্তা গুলি চালিয়েছে। বিবিসি বলছে, মঙ্গলবার রাতে ভূমিকম্পকবলিত এলাকায় ত্রাণ নিয়ে আসা একটি দলের ওপর মিয়ানমারের সেনাবাহিনী গুলি চালায়। তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) বক্তব্য, সামরিক বাহিনী ৯টি গাড়ির একটি বহরে ভারি মেশিনগান ব্যবহার করে গুলি চালিয়েছে। বহরটি উত্তর শান রাজ্যের নাউং চো শহরতলির মধ্য দিয়ে মান্দালয়ের দিকে যাচ্ছিল।

মিয়ানমার সামরিক বাহিনীর দাবি, গুলির ঘটনাটি সতর্কতামূলক ছিল। গাড়িবহরটি এ অঞ্চল দিয়ে যাবে, তা তাদের জানানো হয়নি। বহরটি থামানোর জন্য গুলি চালানো হয়, তবে কেউ আহত হয়নি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাদের উদ্ধারকারী দল ও ত্রাণ সরবরাহ কার্যক্রম নিরাপদে চলমান রয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেন, বেইজিং আশা করে, মিয়ানমারের সব পক্ষ  ভূমিকম্পে ত্রাণ প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে।  

ভূমিকম্পে ছয়টি অঞ্চলের ২৮ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে খাদ্য, আশ্রয়, পানি, স্যানিটেশন, মানসিক স্বাস্থ্য সহায়তা ও অন্যান্য পরিষেবার জন্য জরুরি তহবিলে ১২ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। 

আজ বুধবারও মিয়ানমারের রাজধানী নেপিদোতে একটি হোটেলের ধ্বংসাবশেষ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। যেসব অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে জান্তার লড়াই চলছে, সেসব অঞ্চলে ত্রাণ সহায়তা চ্যালেঞ্জের মুখে। সামরিক সরকারকে মানবিক সাহায্যের জন্য অবাধ প্রবেশাধিকার ও সাহায্য সংস্থাগুলোর ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

রয়টার্সের বিশ্লেষণে বলা হচ্ছে, ভূমিকম্প জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের জন্য কূটনৈতিক সুবিধা বয়ে আনতে পারে। ভূমিকম্পের ফলে বিভিন্ন দেশ ও সংস্থা ত্রাণ সহায়তা পাঠানোয় কূটনৈতিক কার্যক্রম ফের শুরু হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ