এবার রমজানের শুরুতেই অতীতের সব রেকর্ড ভাঙল ওমরা যাত্রীরা। গত বৃহস্পতিবার রেকর্ডসংখ্যক ওমরা পালনকারী বায়তুল্লাহ্য় প্রবেশ করেছেন। এদিন প্রায় পাঁচ লাখ মানুষ ওমরা পালন করেছেন। এর আগে কখনও একদিনে এত বেশিসংখ্যক মানুষ ওমরা পালন করেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
শুক্রবার (৭ মার্চ) কাবা ও মসজিদে নববী রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রোফেট’স মস্ক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 
গালফ নিউজের খবরে বলা হয়, ওমরাহ ও হজযাত্রীদের ভিড় সামলাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্টেট অব দ্য আর্ট মনিটরিং ব্যবস্থার ব্যবহার। এই ব্যবস্থায় রাডার সেন্সরের মাধ্যমে কাবায় প্রবেশ করা মুসল্লিদের রেকর্ড রাখা হয়। এছাড়া মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য কাবা চত্বরের বিভিন্ন স্থানে স্মার্ট ক্যামেরাও ফিট করা হয়েছে।
সেন্সর ও এআই চালিত এই যৌথ নজরদারি ব্যবস্থা হজ ও ওমরা যাত্রীদের ভিড় ব্যবস্থাপনার কাজটি সহজ করেছে কর্তৃপক্ষের জন্য। বিশেষ করে মাতাফ (কাবার চারপাশের এলাকা) এবং মাসা (সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী এলাকা) এলাকায় যাত্রীদের ভিড় ব্যবস্থাপনায় এই যৌথ নজরদারি ব্যবস্থা বেশ কার্যকর ভূমিকা রাখছে।
এর পাশাপাশি কাবা এলাকায় নিরাপত্তা টহলও হয় নিয়মিত। রোজার সময় টহলের হার বাড়ানো হয়, কারণ এই মাসে ওমরাহযাত্রীদের সংখ্যা বেশি থাকে।
এছাড়া হারামাইন কর্তৃপক্ষ ওমরা পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ঘোষণা দিয়েছে। তাদের দেওয়া ঘোষণা অনুযায়ী, গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ (বিচ্ছিন্ন জিনিস নয়) সংরক্ষণ করতে পারবেন ওমরা পালনকারীরা। সংরক্ষণাগারে ব্যাগ সর্বোচ্চ চার ঘণ্টা রাখা যাবে। সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র, নিষিদ্ধ পণ্য, খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না। ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেইম টিকিট প্রদান করা হবে।
সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরা পালনকারীরা। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।
এমএম/
 
                              
                           
                              
                           
                         
                              
                          _original_1741418050.jpg) 
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              