বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার জানাজার স্থান পরিবর্তন, মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে রাখা হবে কফিন কমলগঞ্জে ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল দুই কিশোর খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা ইলিয়াসপত্নীর বিপরীতে লড়বেন খেলাফত মজলিসের মুনতাসির আলী বাবার বিরুদ্ধে ভোটে লড়ছেন এনসিপি নেতা হান্নান মাসউদ! খালেদা জিয়ার শোক বইতে যা লিখলেন ইবনে শাইখুল হাদিস খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন যারা খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানালেন শায়েখে চরমোনাই ‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব, রাতেও তিনি ডায়ালাইসিস পেয়েছেন’

এবার গাজা ইস্যুতে আরবদের পাশে দাঁড়ালো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মিশর এবং অন্যান্য আরব দেশের গ্রহণ করা গাজা পরিকল্পনাকে চীন সমর্থন করে। 

তিনি বলেছেন, গাজা ফিলিস্তিনি জনগণের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, জাতীয় আইনসভার চলমান বার্ষিক অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং এসব বলেন। তিনি বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে গাজার মর্যাদা পরিবর্তন কোনো শান্তি আনবে না বরং কেবল নতুন বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

এরপর চীনা মন্ত্রী একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি, ফিলিস্তিনিদের ফিলিস্তিন শাসন নীতি পালন এবং গাজার পুনর্গঠনে অবদান রাখার প্রচেষ্টার আহ্বান জানান।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের দেওয়া এ পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ কথা জানিয়েছেন।

এ পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে ৫ হাজার ৩০০ কোটি ডলারের প্রয়োজন হবে। পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিমর ও জর্ডানে পাঠিয়ে গাজায় উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দেন।

সম্মেলনে সিসি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ সংঘাত বন্ধ করে শান্তি ফেরাতে সমর্থ হবেন বলে তিনি নিশ্চিত। এ সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ