পবিত্র মক্কা নগরীতের প্রথমবারের মতো উমরাযাত্রীদের জন্য ভ্রাম্যমাণ গাড়িতে চুল কাটার ব্যবস্থা করা করেছে সৌদি আরব। এর মাধ্যমে উমরা পালনকারীরা সহজেই ইহরাম থেকে মুক্ত হতে পারবেন।
গত ২ মার্চ পরীক্ষামূলক এ পরিষেবা চালু করেছে পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগ। নুসুক অ্যাপের মাধ্যমে যারা উমরা পালনে যাচ্ছেন, তারাই শুধু এ সেবা পাচ্ছেন।
সৌদি সংবাদমাধ্যমে বলা হয়, এ পরিষেবার মাধ্যমে পুরুষ উমরাযাত্রীরা নির্দিষ্ট স্থানে চুল মুণ্ডানো বা ছাঁটাই করতে পারবে। মারওয়া এলাকার বিপরীতে পাঁচটি স্থানে এ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এসব স্থানে জীবাণুমুক্ত সরঞ্জাম দিয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ যানে করে পরিষেবা দেওয়া হয়। এ সেবা দেওয়ার জন্য গাড়িটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
এছাড়া রমজান উপলক্ষে মক্কার সরকারি সংস্থাগুলো দর্শনার্থী এবং উমরা পালনকারীদের জন্য সর্বোত্তম পরিষেবা প্রদান করছে। এর মধ্যে রয়েছে মসজিদ পরিষ্কার করা, আসবাবপত্র সাজানো এবং সুগন্ধি দেওয়া, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করা।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সেবার আওতায় মসজিদের প্রধান প্রবেশপথে লাগেজ সংরক্ষণ পরিষেবা উন্নত করার পাশাপাশি সংখ্যা বাড়ানো হয়েছে।
গ্র্যান্ড মসজিদের ভেতরে ১১টি স্থানে বৈদ্যুতিক গল্ফ কার্টের সংখ্যা দ্বিগুণ করে ৪০০ করা হয়েছে।
হারামাইন পরিচালনা কর্তৃপক্ষ নিবন্ধনের মাধ্যমে ইফতার খাবার বিতরণ উন্নত করেছে, দর্শনার্থীদের প্রবেশাধিকারের জন্য অবস্থানভিত্তিক নির্দেশিকা চিহ্ন চালু করেছে।
এর বাইরে মসজিদে হারাম ও মসজিদে নববিতে নামাজের জায়গার পাশাপাশি ইতেকাফের স্থান নির্ধারণ করা হয়েছে। সেসব জায়গা মুসল্লিদের থাকার জন্য প্রস্তুতের পাশাপাশি তাদের আরাম নিশ্চিত করা হয়েছে।
মসজিদে হারাম কর্তৃপক্ষ ওয়াকিং গাইডস সেবা চালু করেছে, যা দর্শনার্থী এবং উমরা পালনকারীদের মসজিদে চলাচলের পথে বিভিন্ন ভাষায় প্রশ্নের উত্তর ও পথ নির্দেশনা দেবে।
ইতোমধ্যে, মক্কা পৌরসভা জনস্বাস্থ্য, বর্জ্য নিষ্কাশন, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সম্পর্কিত বিভাগ তাদের পরিষেবা বাড়িয়েছে। এসব পরিষেবার মধ্যে রয়েছে, খাদ্যপণ্যের উপযুক্ততা পরীক্ষা করা, রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ ও এবং পরিষ্কার করা, পাবলিক টয়লেট ব্যবহারের উপযোগী করে তত্ত্বাবধান করা। সূত্র: সৌদি গেজেট
হাআমা/
 
                              
                           
                              
                           
                         
                              
                          _original_1741339660.jpg) 
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              