শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

গাজার ৯২ শতাংশ বাড়ি ধ্বংস, ৯০ শতাংশ মানুষ ঘরছাড়া : জাতিসংঘ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার চার লাখ ১৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি গাজার মোট বাড়ির ৯২ শতাংশ। এর মধ্যে এক লাখ ৬০ হাজার বাড়ি ধ্বংস হয়েছে, এবং দুই লাখ ৭৬ হাজার বাড়ি ব্যাপকভাবে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসিএইচএ জানিয়েছে, এই মুহূর্তে গাজায় ১৮ লাখের বেশি মানুষের জরুরিভাবে আশ্রয় এবং থাকার জন্য প্রয়োজনীয় জিনিস দরকার। জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজার আনুমানিক ৯০ শতাংশ মানুষ ঘরছাড়া হয়েছেন। তাদের অনেককে জোর করে বারবার বাড়ি ছাড়া হতে হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালায় হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে তারা দেশটিতে তাণ্ডব চালায়। এতে সেইদিন ইসরায়েলে অন্তত ১২শ জন নিহত হয়েছে। এ ছাড়া ২৫০ জনকে জিম্মি করে হামাস।

এর জেরে সেইদিনেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর এই যুদ্ধ গতকাল পর্যন্ত চলে টানা ১৫ মাস। এতে গাজায় নিহত হয়েছে অন্তত ৪৫ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ