বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে দেশটির এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিকল্পনার পেছনে ইরান জড়িত বলে দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির অন্য শীর্ষ কর্মকর্তাদের হত্যাচেষ্টায় ইরানি চক্রান্তের সঙ্গে জড়িত সন্দেহে এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তি দুইবার গোপনে ইরানে গিয়েছিলেন এবং মিশন সম্পন্ন করার জন্য অর্থ নিয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি একজন ব্যবসায়ী। তিনি তুরস্কে বসবাস করতেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে গত মাসে। তার লক্ষ্য ছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান। গত মাসে তাকে গ্রেপ্তার করা হলেও সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

চলতি বছর এপ্রিল ও মে মাসে এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করতে দুইবার তুরস্কে যান সন্দেহভাজন ওই ব্যক্তি। ওই সময় তুরস্কের দুই নাগরিক তাকে সাহায্য করেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

দুইবারই এডির ইরান ছাড়তে সমস্যা হওয়ায় ওই ইসরায়েলি নাগরিক চোরাই পথে নিজেই তুর্কিয়ে থেকে ইরান যান। সেখানে এডি ছাড়াও ইরানের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এডি ওই সন্দেহভাজনকে ইসরায়েলের ভেতরে ইরানের জন্য বিভিন্ন নিরাপত্তা মিশন পরিচালনার নির্দেশ দেন বলেও উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ