মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ৬ মিনিট পর্যন্ত প্রধান বিরোধী দল লেবার পার্টি ৩৩৭টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। অন্যদিকে সবচেয়ে নিকটতম দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ৭২টি আসন। এর পরেই ৪৬ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। 

যুক্তরাজ্যের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হয় ৩২৬টি আসনের। সংসদের ৬৫০টি আসনের সব ভোট গণনা শেষ হবার পর যে দল থেকে সবচেয়ে বেশি এমপি নির্বাচিত হন সাধারণত সেই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। সেই দলের নেতাই প্রায় সবসময়ই পরবর্তী প্রধানমন্ত্রী হন। কিন্তু কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে এবার সেটা নাও হতে পারে। যে দল দ্বিতীয় স্থান পাবে সে দলেরও অন্য দলের সহযোগিতায় সরকার গঠন করার সম্ভাবনা আছে।

লেবার পার্টি যে বিপুল ব্যবধানে জয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চলেছে সেটার পূর্বাভাস আগেই দিয়েছিল জরিপ। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপ বলছে,  নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। এর আগে বিবিসি বলেছিল নির্বাচনে লেবার পার্টি পাবে ৪০৫ আসন। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পাবে মাত্র ১৫৪টি আসন। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে সেটাই দেখা যাচ্ছে।

লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চলেছেন কিয়ের স্টারমার। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন আইন পেশা থেকে রাজনীতিতে আসা স্টারমার। সেই সঙ্গে বিদায় নেবেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

৮৫ বছরের মধ্যে দলের সবচেয়ে খারাপ পরাজয়ের পর ২০২০ সালে লেবার পার্টির নেতৃত্বে আসেন কিয়ের স্টারমার। আর মাত্র ৪ বছরের মাথায় দলকে বিপুর ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ