সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন রাশেদ খাঁন মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ

ইরানে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অনুমতি পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেয়েছেন ৬ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। আগামী ২৮ জুন নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেবে ইরান। খবর ইরান ইন্টারন্যাশনাল।

গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি পাওয়া ৬ প্রার্থী হলেন— সায়েদ জলিলি, মোহাম্মাদ বাঘের ঘালিবাফ, মাসৌদ পেজেশখিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, আমির হোসেন গাজিজাদেহ হাশেমি ও আলীরেজা জাকানিও।

এর মধ্যে সায়েদ জলিলি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মাদ বাঘের ঘালিবাফ বর্তমানে দেশটির সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। মাসৌদ পেজেশখিয়ান সংস্কারবাদী সংসদ সদস্য হিসেবে পরিচিত।

মোস্তফা পুরমোহাম্মাদি দেশটির সাবেক বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রী। আমির হোসেন গাজিজাদেহ হাশেমি দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট। আর আলীরেজা জাকানিও রাজধানী তেহরানের মেয়র এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত।

আরও বেশ কয়েকজন প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা পোষণ করলেও তাদেরকে অনুমতি দেয়নি গার্ডিয়ান কাউন্সিল। এর মধ্যে আছেন— দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, সংসদের সাবেক স্পিকার আলী লারিজানি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি।

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের অনুমতি দেওয়া ইরানের গার্ডিয়ান কাউন্সিল মূলত দেশটির সর্বোচ্চ নেতা খামেনির প্রতি অনুগত আলেমদের একটি সংগঠন।

উল্লেখ্য, গত ১৯ মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ঘটনায় পাঁচদিনের শোক পালন করে ইরানে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ