শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

কোরবানির ঈদ: আমিরাতে গরু-ছাগলের দাম কেমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আর মাত্র কিছুদিন পরই। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

এই ঈদকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাহতে কোরবানির পশু বেশি পরিমাণে আসা শুরু করেছে। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান এবং সোমালিয়া থেকে আনা ছাগল, ভেড়া ও গরুও বেশি পরিমাণে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

আমিরাতে কেমন গরু-ছাগলের দাম?

বর্তমানে আমিরাতে পশু যে দামে বিক্রি হচ্ছে তা গত বছরের তুলনায় কিছুটা বেশি। এখন একেকটি ছাগল ৫০০ দিরহাম থেকে ১ হাজার ৪০০ দিরহাম পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি অর্থে আমিরাতে একটি ছাগল কিনতে হলে ১৬ থেকে ৪৫ হাজার টাকা খরচ করতে হচ্ছে। তবে পশু ব্যবসায়ীরা বলছেন এ দাম আগামী কয়েকদিনে কমে যাবে।

মোহাম্মদ আতিক নামের এক ব্যবসায়ী বলেছেন, “সোমালিয়া থেকে আসা ছাগল যেগুলোর ওজন ৭ কেজি হবে, সেগুলো ৫০০ দিরহামে বিক্রি হচ্ছে। একই জাতের ১৫ কেজির ছাগল বিক্রি হচ্ছে ৮০০ দিরহামে।”

তিনি আরও বলেছেন “একইভাবে ভারতীয় ৮ কেজির একটি ছাগলের দাম ৮০০ দিরহাম থেকে শুরু হচ্ছে। ভারতীয় বড় ছাগলের দাম ১ হাজার ২০০ দিরহামেরও বেশি।”

পশু ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী ১০ জুন থেকে আমিরাতে পশুর দাম কমে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ওই সময় সরবরাহের পরিমাণ অনেক বেড়ে যাবে। এক ব্যবসায়ী জানিয়েছেন, ঈদের আগে তাদের কাছে কোরবানির পশুর শেষ চালানটি চলে আসবে। তখনই দাম কমবে।

ইদ্রিস আহমেদ নামের এক ব্যবসায়ী বলেছেন, “এই মুহূর্তে আমাদের কাছে শুধুমাত্র সোমালি ও ভারতীয় ছাগল আছে। বাকিগুলো বিক্রি হয়ে গেছে। পাকিস্তানি ছাগল আগামী সপ্তাহে চলে আসবে।”

আমিরাতে একন একটি গরু কত দামে বিক্রি হচ্ছে—  সেই ধারণা দিয়েছেন ঈসমাইল শেখ নামের এক ব্যবসায়ী। তিনি বলেছেন, ১৫০ কেজির একটি গরু ৪ হাজার দিরহাম ( প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা ) এবং বড় গুলো ৮ হাজার দিরহামে ( আড়াই লাখ টাকার বেশি ) বিক্রি হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ