উন্মুখ হয়ে রয়েছে ইসরাইল যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে । বুধবার এই তথ্য জানানো হয়েছে (২৯ নভেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ হয়ে রয়েছে ইসরাইল। এ বিষয়ে আরেকটি চুক্তি সম্পাদনের জন্য ইসরাইলি কর্মকর্তারা কাতারে একটি বৈঠক করেন। সেখানে বেসামরিক বন্দীদের মুক্তির পথ আরো সুগম করার বিষয়ে আলোচনা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, আগামীতে যেন নারী ও শিশুদের পাশাপাশি পুরুষরাও মুক্তি পেতে পারে, ওই বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, মার্কিনি গোয়েন্দা প্রধান উইলিয়াম বার্নস, মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেল, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি প্রমুখ উপস্থিত ছিলেন।
কাতারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘এ বৈঠকে বর্ধিত মানবিক বিরাম চুক্তির অগ্রগতি তৈরি করা ও সম্ভাব্য চুক্তির পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা করা হয়েছে।’
এক মার্কিন কর্মকর্তা এপিকে বলেছেন, মোসাদ প্রধান বার্নস এবার বন্দী বিনিময়ের ক্ষেত্রে মার্কিনি বন্দীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। একইসাথে বন্দী মুক্তির ক্ষেত্রে নারী-পুরুষ সবাইকে অন্তর্ভুক্ত করবেন।
তিনি আরো বলেন, এবার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদেরও মুক্তির ব্যাপারে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার গাজা যুদ্ধের বিরতি শুরু হয়। আজ বুধবার যুদ্ধবিরতির ষষ্ঠ দিন। আজকেও ১০ জন বন্দীকে মুক্তি দেয়ার কথা রয়েছে।