ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করে তরুণ প্রজন্মকে আমলি জীবন গঠনে সহায়তা করতে ‘নওজোয়ান‘–এর উদ্যোগে তিন দিনব্যাপী বিশেষ তারবিয়াতি কোর্সের আয়োজন করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ আগস্ট কুমিল্লার বুড়িচং থানার বিনন্দিয়ারচরের ঐতিহ্যবাহী আশরাফুল উলূম ময়নামতি মাদরাসায় এ কোর্স অনুষ্ঠিত হবে।
কোর্সে আলোচনা করবেন— আল্লামা মুফতী মুশতাকুন্নবী কাসেমী, মুফতী আমজাদ হোসাইন, মাওলানা ইউসুফ বিন ইকবাল, মাওলানা ইয়াহইয়া ইউনুছ, ডা. মাহবুব মোরশেদ।
তারবিয়াতি কোর্সের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আশরাফী বলেন, ‘মহান আল্লাহ আমাদের সংক্ষিপ্ত হায়াত দিয়ে অনন্তকাল আখেরাতের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। যৌবন—এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই কিশোর, তরুণ ও নওজোয়ানদের এই সময়টা আমল এবং আত্মশুদ্ধির পথে পরিচালিত করতেই আমাদের এই আয়োজন।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তারবিয়াতি কোর্সে অংশগ্রহণ করতে হলে বয়স অবশ্যই ৩০ বছরের মধ্যে হতে হবে এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। কোর্সে অংশ নিতে আগ্রহীদের আগামীকাল বৃহস্পতিবার, ৩১ জুলাইয়ের মধ্যে নাম নিবন্ধন সম্পন্ন করতে হবে। নাম এন্ট্রির সময় জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) একটি ফটোকপি জমা দিতে হবে। তবে এই কোর্সে অংশগ্রহণের জন্য কোনো প্রকার এন্ট্রি ফি দিতে হবে না।
যাতায়াতের ঠিকানা
কুমিল্লা ক্যান্টনমেন্টের উত্তরে ব্রাহ্মণবাড়িয়া-সিলেট রোডে অটোযোগে ময়নামতি সাহেবের বাজার (গরু বাজারের পশ্চিমে), বিনন্দিয়ারচর।
যোগাযোগ নাম্বার
01924-948062, 01997-704949, 01723-819704
এমএইচ/