বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার উদ্যোগে দুই বিভাগে পাঠদান পদ্ধতি নিয়ে কর্মশালা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া আলক্বাওমিয়্যা বাংলাদেশের উদ্যোগে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের ৮টি জেলা ও রংপুর বিভাগের ৮টিসহ মোট ১৬টি জেলার কয়েক হাজার উলামায়ে কেরামের অংশগ্রহণে 'কওমি মাদরাসার পাঠদান পদ্ধতি কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।

১ম কর্মশালাটি বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগের প্রাচীন মাদরাসা কাসেমুল উলুম (জামিল মাদরাসা) বগুড়ায় অনুষ্ঠিত হয়। প্রায় দেড় হাজার আলেম দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

এতে সভাপতির শুভেচ্ছা বক্তব্য করেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার ও জামিল মাদরাসার মুহতামিম, তানযীম বোর্ডের চেয়ারম্যান মুফতি আরশাদ রাহমানী। তিনি সবাইকে এই কর্মশালায় হাজির হওয়ার জন্য মোবারকবাদ জানান। বিশেষ করে কর্মশালার প্রশিক্ষক, বহু ইসলামি গ্রন্থের সুপরিচিত লেখক যাত্রাবাড়ী বড় মাদরাসার মুহাদ্দিস মাওলানা হেমায়েত উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ করে। বলেন- আমাদের অনেক দিনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ছিল যে, হজরতকে আমাদের তাদরিবে পাবো। আজ আল্লাহ তায়ালা আমাদের দীর্ঘদিনের লালিত সেই আশা পূরণ করেছেন। 

তীব্র গরমেও সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত হাজারো আলেম গভীর মনোযোগ দিয়ে প্রশিক্ষকের মূল্যবান আলোচনা শোনেন। প্রশিক্ষণ শেষে অনেক উলামায়ে কেরাম এই কর্মশালায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য ও সৌভাগ্যবান বোধ করছেন বলে অনুভূতি প্রকাশ করেন। 

দ্বিতীয় কর্মশালাটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রংপুরের জুম্মাপাড়া মাদরাসায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় রংপুর বিভাগের আটটি জেলার হাজারের বেশি উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। 

কর্মশালা দুটি কওমি মাদরাসার কিতাব বিভাগের উস্তাদদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণা তৈরি করে। রাজশাহী ও রংপুর এলাকার মুরব্বি উলামায়ে কেরাম এই ধরনের কর্মশালা ও তাদরিব আয়োজনের সীমাহীন প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রশিক্ষকের কাছে বারবার আয়োজনের আরজি পেশ করে।

প্রশিক্ষণের ব্যবস্থাপনায় আন্তরিক সহযোগিতা করায় আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবকে বোর্ডের চেয়ারম্যান ও শীর্ষ নেতৃত্ব মোবারকবাদ জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ