বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সমুদ্রে সাঁতার কাটতে কাটতে প্লাস্টিক খায়: যুক্তরাজ্যের পরিবেশবান্ধব ‘রোবট মাছ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

দূষণমুক্ত বিশ্ব গঠনে যখন সারা পৃথিবী কাজ করে যাচ্ছে, তখন যুক্তরাজ্য পরিবেশ রক্ষায় এক অনন্য উদ্ভাবন এনেছে—একটি রোবট মাছ, যা পানিতে সাঁতার কাটতে কাটতে প্লাস্টিক খেয়ে ফেলে! এই প্রযুক্তি ব্যাটারিবিহীন, স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয় এবং সমুদ্রের বর্জ্য পরিষ্কারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

উদ্ভাবনের মূল তথ্য : রোবটটির নাম রোবটিক ফিশ বা "Robo-Fish"  এটি উদ্ভাবন করেছে  যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই রোবটিক ফিশ পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে এটি মাইক্রোপ্লাস্টিক ও ছোট বর্জ্য শনাক্ত করে এবং তা সংগ্রহ করে। ব্যাটারিবিহীন এই রোবোটিক ফিশ সৌরশক্তি বা পানির তাপমাত্রা ব্যবহার করে নিজে নিজে চার্জ হয়।

বিশেষ বৈশিষ্ট্য:

-১. পরিবেশবান্ধব: কার্বন নিঃসরণ নেই, ব্যাটারির ক্ষতিকর উপাদান নেই। 

২. স্বয়ংসম্পূর্ণ: মানুষের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে। 

 ৩ . দক্ষ: সমুদ্র, নদী ও লেকের ছোটখাটো ময়লা ও মাইক্রোপ্লাস্টিক সহজে চিহ্নিত করে এবং সংগ্রহ করে। 

৪. দীর্ঘস্থায়ী: পানিতে অনেক ঘণ্টা কাজ করতে সক্ষম।

উদ্দেশ্য ও গুরুত্ব:

সমুদ্রদূষণ হ্রাস: প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক সমুদ্রে জমা হয়। এই রোবট মাছ সেগুলো ধীরে ধীরে কমাতে সাহায্য করবে। 

জীববৈচিত্র্য রক্ষা: প্লাস্টিক খেয়ে সামুদ্রিক প্রাণীর মৃত্যুহার কমানো সম্ভব হবে।

মানব স্বাস্থ্য সুরক্ষা: মাইক্রোপ্লাস্টিক মানুষের খাদ্যচক্রে ঢুকে যাচ্ছে, এই সমস্যা রোধে ভূমিকা রাখবে।   

যুক্তরাজ্যের এই অভিনব উদ্ভাবন কেবল প্রযুক্তির অগ্রগতি নয়, এটি পরিবেশ সচেতনতায় এক বড় বার্তা। স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এমন একটি ‘রোবট মাছ’ ভবিষ্যতের টেকসই পৃথিবী গঠনে বড় ভুমিকা রাখবে। এমন উদ্ভাবন অন্যান্য দেশগুলোকেও অনুপ্রাণিত করবে পরিবেশ রক্ষায় কার্যকর প্রযুক্তি ব্যবহারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ