|| মুহাম্মদ মিজানুর রহমান ||
পৃথিবীতে এমন কিছু উপাদান রয়েছে, যাদের আচরণ আমাদের চেনা-জানা বিজ্ঞানকেও অবাক করে। তেমনই এক বিস্ময়কর ধাতু হলো গ্যালিয়াম (Gallium)—একটি রূপালি-চকচকে ধাতু, যা শরীরের উষ্ণতায় গলে যেতে পারে!
গ্যালিয়ামের বৈশিষ্ট্য
গলনাঙ্ক (Melting Point): গ্যালিয়ামের গলনাঙ্ক মাত্র ২৯.৭৬ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শরীরের স্বাভাবিক তাপমাত্রা (৩৬-৩৭°C)-তেই এটি গলে যায়। দেখতে অনেকটা পারার মতো হলেও, পারার মতো বিষাক্ত নয়। গ্যালিয়াম নিরাপদভাবে হাতে নেয়া যায়। এটি অতি নরম এবং সহজেই চাপ দিলে ভেঙে যায় বা তরলে পরিণত হয়।
কোথায় ব্যবহৃত হয়?
গ্যালিয়াম ব্যবহৃত হয় ট্রানজিস্টর, LED, সৌর প্যানেল ও আধুনিক চিপ তৈরিতে। এর রাসায়নিক বৈশিষ্ট্য চিকিৎসা ও জীববিজ্ঞানে কাজে লাগে।| এটি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এটি শিক্ষার্থীদের বিস্মিত করতে ও পদার্থবিজ্ঞান শেখাতে ব্যবহৃত হয়।
মজার কিছু তথ্য
গ্যালিয়াম পানিতে রাখা যায়, তবে গলে না। গ্যালিয়াম যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে মেশে, তাহলে অ্যালুমিনিয়ামের গঠন দুর্বল করে দেয়—তাই একে বিমানে ব্যবহার নিষিদ্ধ।
গ্যালিয়াম একটি চমকপ্রদ ও ব্যতিক্রমী ধাতু। এটি শুধু বিজ্ঞানের কৌতূহলই জাগায় না, বরং আধুনিক প্রযুক্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাতে নিলেই গলে যাওয়া এই ধাতু যেন প্রমাণ করে—বিজ্ঞান সত্যিই জাদুর চেয়েও আশ্চর্য!
এসএকে/