বুধবার, ০১ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

আপনি নিজেই ফেসবুক মনিটাইজেশন চালু করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমানে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি অনেকের জন্য একটি বড় আয়ের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ভিডিও কন্টেন্ট, লাইভ স্ট্রিমিং বা স্পন্সরড পোস্টের মাধ্যমে আয় করতে চাইলে ফেসবুক মনিটাইজেশন চালু করা প্রয়োজন।

নিজের কনটেন্ট থেকে আয় করতে চাইলে আপনাকে কিছু নির্দিষ্ট শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করে ফেসবুক মনিটাইজেশন চালু করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজে এই সুবিধা চালু করবেন।

ফেসবুক মনিটাইজেশন চালুর ধাপসমূহ

Creator Studio থেকে আবেদন করুন, Facebook Creator Studio-তে প্রবেশ করুন। বাম পাশে থাকা Monetization অপশনটি সিলেক্ট করুন। আপনার পেজ মনিটাইজেশনের জন্য উপযুক্ত কি না, তা সেখানে দেখানো হবে। যোগ্য হলে Apply বাটনে ক্লিক করে আবেদন করুন। ফেসবুক আপনার আবেদন পর্যালোচনা করে মনিটাইজেশন চালু করবে।

প্রয়োজনীয় শর্তাবলি

ফেসবুক মনিটাইজেশন সুবিধা পেতে হলে আপনাকে নিচের কিছু শর্ত পূরণ করতে হবে— পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে। গত ৬০ দিনে ভিডিওতে ৬ লক্ষ মিনিট (৬০০,০০০) ওয়াচ টাইম থাকতে হবে।কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও থাকতে হবে। প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য ৩ মিনিট বা তার বেশি হতে হবে। আপনার পেজ ও কনটেন্ট অবশ্যই Facebook Monetization Policies মেনে চলতে হবে।

দেশের ভিত্তিতে যোগ্যতা থাকতে হবে (বাংলাদেশে বর্তমানে কিছু সুবিধা সীমিতভাবে প্রযোজ্য)।

ফেসবুক পেজ ভেরিফিকেশন ও প্রস্তুতি

About সেকশন পূর্ণ করুন। প্রোফাইল ও কভার ফটো যুক্ত করুন। Two-Factor Authentication চালু রাখুন।

মনিটাইজেশন অ্যাপ্লাই করুন

সব শর্ত পূরণ হলে Creator Studio থেকে সরাসরি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন যুক্ত হবে এবং আপনি আয় করতে পারবেন।

ফেসবুকের মনিটাইজেশন সুবিধাগুলো

In-stream Ads — ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দেখিয়ে আয়, Facebook Stars — লাইভ স্ট্রিমিংয়ে ভক্তদের পাঠানো স্টারের মাধ্যমে আয়, Brand Collabs Manager — স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিলের মাধ্যমে আয়, Paid Online Events — অনলাইন ইভেন্টের টিকিট বিক্রি করে আয়, Subscriptions — ফলোয়ারদের থেকে মাসিক সাবস্ক্রিপশন ফি গ্রহণ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ