বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন অন্তর্বর্তী সরকারের ১২ মাসে ১২টি সাফল্য তুলে ধরলেন প্রেসসচিব

“হিকমত ও প্রযুক্তির সম্মিলনে মাদ্রাসা ছাত্র হোক দ্বীনের আলোকবর্তিকা”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবেদন: OUR ISLAM ডেস্ক

“দাওয়াত একটি দায়িত্ব, প্রযুক্তি হতে পারে এর বাহন; আর হিকমত সেই বুদ্ধিমত্তা, যা এটি পৌঁছে দেয় মানুষের হৃদয়ে।”

কালের প্রয়োজনে বদলে যাচ্ছে দাওয়াতের ভাষা

ইসলামের দাওয়াত এক চিরন্তন আহ্বান। তা কখনো পথের মোড়ে, কখনো জুমার মিম্বরে, আবার কখনো কলম কিংবা কণ্ঠে প্রকাশ পায়। কিন্তু আজকের যুগে এই দাওয়াত পৌঁছাতে প্রযুক্তিই হয়ে উঠছে অন্যতম হাতিয়ার।

যে যুগে একটি ভিডিও ক্লিপ লক্ষ মানুষের অন্তরে আলো জ্বালাতে পারে, সে যুগে কেবল পুরনো পদ্ধতির ওপর নির্ভর করলেই চলবে না। মাদ্রাসা ছাত্ররাও এই আলোকিত দাওয়াতি যাত্রায় হতে পারে হিকমত ও প্রযুক্তির সেতুবন্ধন।

কুরআনের ভাষায় দাওয়াতের চিত্র

আল্লাহ তাআলা বলেন:

﴿ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ﴾

“আপনার প্রতিপালকের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করুন।” (সুরা আন-নাহল: ১২৫)

এখানে ‘হিকমত’ শব্দটি বিশেষ তাৎপর্য বহন করে। এই হিকমতের মধ্যে রয়েছে সময়োপযোগী দাওয়াতের ভাষা ও কৌশল, যা আজকের যুগে প্রযুক্তির সদ্ব্যবহারকেও অন্তর্ভুক্ত করে।

মাদ্রাসা ছাত্র কেন গুরুত্বপূর্ণ?

মাদ্রাসা ছাত্ররাই দ্বীনের মূল উত্তরাধিকারী। তাদের কাছে কুরআন, হাদীস ও দীনের খাঁটি জ্ঞান থাকে। এই জ্ঞান যদি প্রযুক্তির মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়—তাহলে শুধু একটি দেশ নয়, পুরো দুনিয়ার মানুষের উপকার হতে পারে।

কীভাবে প্রযুক্তিকে হালাল দাওয়াতি কাজে ব্যবহার করা যায়?

  • ইসলামি ভিডিও বানানো – হাদীস, তাফসির, নামায, আখলাক বা জীবনের সমস্যা নিয়ে আলোচনামূলক ছোট ভিডিও
  • ইনফোগ্রাফিক ডিজাইন – সহজবোধ্য দাওয়াতি পোস্টার ও চিত্র
  • অডিও লেকচার রেকর্ড – মোবাইলে বা ছোট স্টুডিওতে দ্বীনি আলোচনা রেকর্ড করে ছড়িয়ে দেওয়া
  • ইবুক বা আর্টিকেল লেখা – হালাল জীবিকা, হালাল প্রযুক্তি, যুবসমাজ ইত্যাদি বিষয় নিয়ে লেখা
  • লাইভ দাওয়াতি সেশন – ফেসবুক, ইউটিউব লাইভে কুরআন-হাদীসভিত্তিক আলোচনা

কীভাবে শুরু করবেন?

  • নিয়ত ঠিক করুন – শুধু ফেম বা ফলোয়ার নয়; আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন
  • একটি নির্দিষ্ট মাধ্যম বেছে নিন – ভিডিও, অডিও, লেখালেখি, গ্রাফিক্স—যেটা আপনি পারেন
  • টেকনোলজির মৌলিক জ্ঞান অর্জন করুন – ভিডিও এডিটিং, পোস্টার ডিজাইন, ভয়েস রেকর্ড ইত্যাদি
  • দাওয়াতের ভাষা হালকা রাখুন – জ্ঞানমূলক হলেও কোমল, মার্জিত ও সদুপদেশপূর্ণ
  • সময় নির্ধারণ করুন – সপ্তাহে অন্তত ১-২টি দাওয়াতি কনটেন্ট তৈরি করুন
  • বড় আলেমদের পরামর্শ নিন – যেন সঠিক দিকনির্দেশনা বজায় থাকে

উদাহরণ:

হিফজ করা এক ছাত্র প্রতিদিন সুন্দর ক্বিরাত ভিডিও আপলোড করে। আরেকজন ভাই শুধুমাত্র সংক্ষিপ্ত হাদীস বা দুয়া পোস্ট করেন। একজন ফারেগ ছাত্র ইউটিউবে “ইসলামি তরুণদের জন্য প্রোডাক্টিভ লাইফ” নিয়ে সিরিজ শুরু করেছেন। তারা কেউ নামকরা বক্তা নন, কিন্তু প্রযুক্তির সাহারা নিয়ে তারা প্রতিদিন হাজারো মানুষকে দ্বীনের দিকে ফিরিয়ে আনছেন।

দাওয়াত শুধু জ্ঞান নয়, তা হিকমতের মাধ্যমে পৌঁছে দিতে হয়। আর বর্তমান যুগে প্রযুক্তি সেই হিকমতের অন্যতম বাহন।

মাদ্রাসা ছাত্রদের প্রতি সময়ের আহ্বান—তোমার হাতে আছে কুরআন, তোমার মাথায় আছে হিকমত, আর এখন প্রযুক্তি তোমার সঙ্গী হোক।

তুমি হয়ে উঠো দাওয়াতের সেই আলোকবর্তিকা, যে আলো শুধু নিজের নয়—অন্যদের অন্ধকারও দূর করে।

এনএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ