বুধবার, ০১ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

ওয়ার্ড ফাইলে ফুটনোট যোগ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেক সময় বই, লেখা বা নথির পৃষ্ঠার নিচে পাদটীকা বা ফুটনোটের প্রয়োজন হতে পারে। বিশেষ করে লেখার উৎস বা সূত্রগুলো গুছিয়ে রাখার বেলায় এটি দরকার হয়।

কোনো নথি লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করলে সেখানে ফুটনোট যোগ করার একটি বিশেষ ফিচার রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবেই নথিতে ফুটনোট যোগ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ওয়ার্ড ফাইলে ফুটনোট যোগ করবেন।

. ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। এরপর যে অংশে ফুটনোট যোগ করতে চান সেখানে কারসর নিয়ে ক্লিক করুন।

. ওপরের রিবন মেনু থেকে ‘রেফারেন্সেস’ ট্যাবটি বেছে নিন।

. ‘ইনসার্ট ফুটনোট’ অপশনে চাপুন।

. এবার স্বয়ংক্রিয়ভাবেই ওই নির্দিষ্ট পৃষ্ঠার শেষে চলে যাবেন, যেখানে ফুটনোট লিখতে পারবেন। এখানে ফুটনোট লিখুন।

. নোট টাইপ করা হলে, যে নোটটি লিখেছেন তার ঠিক আগের ছোট সংখ্যাটিতে ডাবল ক্লিক করুন। এটি করলে নথিতে যেখানে ছিলেন সেখানে ফিরিয়ে নিয়ে যাবে।

কিবোর্ড শর্টকাট

ফাইলে একসঙ্গে অনেকগুলো ফুটনোট যোগ করতে হলে, বার বার রেফারেন্সেস ট্যাব থেকে সেটি সিলেক্ট করা কিছুটা ঝামেলার মনে হতে পারে। এমন পরিস্থিতির জন্য রয়েছে কিবোর্ড শর্টকাট।

. প্রথমে যে অংশের জন্য ফুটনোট চান সেখানে ক্লিক করুন।

. এবার কিবোর্ডে একসঙ্গে ‘অল্টার’, ‘কন্ট্রোল’ ও ‘এফ’ বোতাম চাপুন।

. এবার স্বয়ংক্রিয়ভাবেই ওই নির্দিষ্ট পৃষ্ঠার শেষে চলে যাবেন, যেখানে ফুটনোট লিখতে পারবেন। নোট লেখা হলে ছোট সংখ্যাটিতে ডাবল ক্লিক করুন। এটি করলে নথিতে যেখানে ছিলেন সেখানে ফিরিয়ে নিয়ে যাবে।মাইক্রোসফট ওয়ার্ডের পাশাপাশি গুগল ডকসেও কাজ করবে এ পদ্ধতি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ