বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

গুগল ফটোজ শেয়ার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ছবি স্টোর করার জন্য বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয় গুগল ফটোজ। এটি মূলত একটি ক্লাউড সার্ভিস। ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই গুগল ফটোজ ব্যবহার করেন। সহজ ও বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। গুগল ফটোজের মেমোরিজে তারিখ বা বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক ছবি থাকে।যা শেয়ারও করা যায়। মেমোরিজে পুরোনো ছবি স্বয়ংক্রিয়ভাবে সাজানো থাকে।

তবে কখনো কখনো মেমোরিজের ছবির ক্রম বদলের প্রয়োজন হয় বা কোনো কিছু যোগ অথবা বাদ দেওয়ার প্রয়োজন হয়। আবার অনেকেই মেমোরিজের সুন্দর শিরোনামও দিতে চান। তবে সেটা কিভাবে করবে তা অনেকেই জানেন না। তাই আজকের প্রতিবেদনে সেই পদ্ধতিই জানানো হবে। তাহলে চলুন গুগল ফটোজের মেমোরিজ সম্পাদনা করার পদ্ধতি দেখে নেওয়া যাক:

১. প্রথমেই স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে।

২. তারপর নিচে বিভিন্ন অপশন দেখা যাবে।

৩. সেখান থেকে মেমোরিজ অপশনটি নির্বাচন করতে হবে।

৪. পরের পেজে তারিখ ধরে বা বিষয় অনুসারে আগের সাজানো ছবির মেমোরিজের তালিকা দেখা যাবে।

৫. যে মেমোরিজ সম্পাদনা করবেন, সেটিতে ট্যাপ করতে হবে।

৬. এবার ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে এডিট অপশন নির্বাচন করতে হবে।

৭. এরপর টাইটেল বক্সে মেমোরিজের শিরোনাম পরিবর্তন করা যাবে।

৮. আবার ছবির ওপর থাকা ক্রস চিহ্নে ট্যাপ করলে সেই ছবি বাদ দেওয়া যাবে।

৯. নতুন ছবি যোগ করতে অ্যাড ফটোজে ট্যাপ করে ছবি যোগ করতে হবে।

১০. সম্পাদনা শেষ হলে ওপরে বাঁ দিকে থাকা টিক চিহ্নে ট্যাপ করবেন।

১১. এরপর শেয়ার আইকনে ট্যাপ করে বিভিন্ন মেসেজিং অ্যাপে শেয়ার করা যাবে।

১২. এ ছাড়া মেমোরিজের লিংকও কপি করে শেয়ার করা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ