বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়বে যে ৫টি কৌশলে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্লাফর্ম এখন অনেকগুলো। তবে দিন দিন যেন তরুণ প্রজন্মের কাছে চাহিদা কমেছে ফেসবুকের প্রতি। ঝোঁক বাড়ছে ইনস্টাগ্রামের প্রতি। চরম যানজটে হোক কিংবা অফিসে কাজের ফাঁকে, তরুণ-তরুণীদের মুঠোফোনের দিকে তাকালেই চোখে পড়বে ইনস্টাগ্রামে রিল দেখতে মগ্ন তারা।

এমন অবস্থায় অনেকের প্রশ্ন- কী করলে ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা বাড়বে? আজকের টিপস থেকে রইল তার কৌশল। ৫টি কৌশল কাজে লাগালে বাড়তে পারে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার। চলুন জেনে নিই কৌশলগুলো...

> আপনার পছন্দ মতো গানে নয়, ইনস্টাগ্রামে সেই সব গানে রিল তৈরি করুন, যা সেই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে। অর্থাৎ ট্রেন্ডি গান। তবে কেবল গানেই হবে না, আপনার কনটেন্টও ভাল হতে হবে।

> কেবল বাংলা গানের উপরে রিল তৈরি করলে কিন্তু তার রিচ বাড়বে না! হিন্দি, ইংরেজি গানে রিল তৈরি করলে আপনার রিল অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। ফলে আপনার অনুগামীর সংখ্যাও বাড়বে। যে সব সুর খুব ট্রেন্ডিং, তার উপরেও রিল বানাতে পারেন। সেই রিল তথ্যমূলকও হতে পারে, আবার বিনোদনমূলকও হতে পারে।

> আপনি যখন কোনও তথ্যমূলক ভিডিও শুট করবেন, তখন ভিডিওতে ক্যাপশন ব্যবহার করুন। ভিডিওতে পয়েন্ট করে ক্যাপশন লেখা থাকলে দর্শক সেটি বেশি পছন্দ করে। তাছাড়া বুঝতেও সুবিধা হয়।

> ইনস্টাগ্রাম সেই ভিডিওগুলিকে বেশি বুস্ট করে, যেগুলিতে ইনস্টাগ্রামের সব ফিচারগুলি ব্যবহার করা হয়। ফলে ভিডিওতে পোল, এসএফএক্স, ফিল্টার, গান, ক্যাপশন, স্টিকার বেশি করে ব্যবহার করুন। আপনার রিলেও বেশি ভিউ আসবে। কেবল ইনস্টাগ্রামেই নয়, ফেসবুকেও রিলগুলি শেয়ার করুন।

> অনেকেই মনে করেন, ভিডিওর মান যত ভাল হবে, ততই ভিউ আসবে। আর সেই ভিডিও ততই ভাইরাল হবে। তবে একটু বুদ্ধি খরচ করলে বুঝতে পারবেন, ভাল ভিডিওর থেকেও বেশি সংখ্যায় ভিডিও দেওয়ার উপর মন দিলে আপনার ভিউ বাড়বে। প্রতিদিন একটি করে রিল দিতেই হবে। যত ভিডিও দেবেন, ততই রিচ বাড়বে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ