শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

গুগল ম্যাপ থেকে অবস্থানের ইতিহাস মুছে ফেলার সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গুগল ম্যাপে অনেকেই ব্যক্তিগত নানা তথ্য দিয়ে রাখেন। যেমন- বাড়ির ছবি, ঠিকানা, গাড়ির নম্বর প্লেট। এতকিছু পাবলিক করাতে আপনি বিপদে পড়তে পারেন যেকোনো মুহূর্তে। এসব তথ্যকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। এছাড়া স্মার্টফোনে লোকেশন চালু থাকলে যেসব জায়গায় যাওয়া হয়েছে সেসবের ইতিহাস গুগল ম্যাপস সংরক্ষণ করে। তবে ব্যক্তিগত গোপনীয়তার জন্য অনেকেই এসব তথ্য অ্যাপে রাখতে চান না। এজন্য গুগল ম্যাপস থেকে অবস্থান সংক্রান্ত তথ্য মুছে ফেলার সুযোগ রয়েছে।

সার্চ ও লোকেশন ইতিহাস মুছে ফেলবেন যেভাবে: গুগল ম্যাপসের সার্চ ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ম্যাপস অ্যাপে যেতে হবে। এরপর ওপরে ডান দিকে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। প্রদর্শিত অপশন থেকে সেটিংস নির্বাচন করুন। এরপর নিচে স্ক্রল করে ম্যাপস হিস্ট্রি নির্বাচন করতে হবে। পরের পেজে ডিলিট বাটন চাপতে হবে।


পরবর্তীতে ‘ডিলিট টুডে’, ‘ডিলিট অল টাইম’ ও ‘ডিলিট কাস্টম রেঞ্জ’ অপশন দেখা যাবে। ডিলিট টুডে নির্বাচন করলে সেই দিনের সার্চ ও লোকেশন ইতিহাস মুছে যাবে। ডিলিট অলটাইম চেপে সেই সময় পর্যন্ত সব সার্চ ও লোকেশনের ইতিহাস মুছে ফেলা যাবে। আর কাস্টম রেঞ্জে নির্দিষ্ট দিন নির্ধারণ করে সেই দিনের ইতিহাস মুছে ফেলা যাবে। প্রতিটি অপশন নির্বাচনের পর ওকে বাটন চেপে নিশ্চিত করলেই ইতিহাস মুছে যাবে।

টাইমলাইন ইতিহাস মুছবেন যেভাবে: গুগল ম্যাপস থেকে টাইমলাইন ইতিহাস মুছে ফেলতে অ্যাপে ঢুকে ওপরে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ইউর টাইমলাইনে ট্যাপ করতে হবে। এরপর ওপরে থাকা ডেট বাটনে প্রেস করে নির্দিষ্ট দিন নির্বাচন করে সেই দিনের টাইমলাইন খুঁজে পাওয়া যাবে।

তারপর নির্বাচিত দিনের যে টাইমলাইন মুছে ফেলতে হবে, তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিমুভ অপশনে ট্যাপ করতে হবে। এরপর আবার রিমুভ বাটন চাপলেই টাইমলাইন ইতিহাস মুছে যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ