বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান ওসমান বিন হাদীর ফ্যাসিবাদ নির্মূল ও পূর্ণ সংস্কারের জন্য ঐক্যের আহ্বান: বাংলাদেশ খেলাফত আন্দোলন বিএনপি কোনো দক্ষিণপন্থি বা উত্তরপন্থি দল নয়: সালাহউদ্দিন আহমদ রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী নির্বাচনের আগে সংস্কার, বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস জিম্মিদের প্রাণহানির আশঙ্কায় গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান সবার আগে ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন কানাডায় ইসলামবিদ্বেষ ও ঘৃণাজনিত অপরাধ বেড়েছে ১৮০০ শতাংশ শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি

কেন বন্ধ ছিল ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই সমস্যা দেখা দেয় মঙ্গলবার রাতে। সেই সঙ্গে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারেও সমস্যা দেখা দেয়।

মঙ্গলবার রাত নয়টার পর থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে এসব মাধ্যম ব্যবহারে সমস্যা দেখা দেয়। এ সময় ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে যারা লগইন অবস্থায় ছিলেন, তারাও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান।

কী কারণে এই সমস্যা?

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার স্থানীয় জনসংযোগ প্রতিষ্ঠান ফোরথট পিআর সিঙ্গাপুর কার্যালয়ের বরাতে গণমাধ্যমকে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎই এ সমস্যা দেখা দেয়।

জানা গেছে, এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুক সচল হয়। রাত ১০টা ৫০ মিনিটে চালু হয় মেসেঞ্জার। রাত ১১টা থেকে ইনস্টাগ্রামও সচল হয়।

ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানিয়েছে পেরেন্ট কোম্পানি মেটা। প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, “একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহারে সমস্যা দেখা দিয়েছিল। আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি।”

তবে ঠিক কি ধরনের কারিগরি ত্রুটির কারণে এত বড় সমস্যা দেখা দিয়েছিল, সে বিষয়টি স্পষ্ট করেননি মেটার এই কর্মকর্তা।

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সমস্যা শুরুর পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক লগআউট হয়ে যাওয়াসহ নানা সমস্যার মুখে পড়েন। ইনস্টাগ্রাম নিয়ে একই সমস্যায় পড়েন ৮৪ হাজারের বেশি ব্যবহারকারী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ