বুধবার, ০১ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

পুরোনো ফোনেও ঝকঝকে ছবি, জেনে নিন কৌশল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্মার্টফোন কয়েক বছর ব্যবহার করার পরই একটি সমস্যা বেশি দেখা দেয়। তা হলো ক্যামেরায় আগের মতো ঝকঝকে ছবি আসে না। ঝাপসা হয়ে যায়। তবে এমনটা কিন্তু ক্যামেরা পুরোনো হওয়ার জন্য নয়, আরও অনেক কারণ আছে ছবি ঝাপসা হওয়ার।

আপনার কিছু ভুলেই এমনটা হতে পারে। ছবি তোলার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনার পুরোনো স্মার্টফোনেও ডিএসএলআরের মতো ঝকঝকে ছবি তুলতে পারবেন।

জেনে নিন কয়েকটি কৌশল-

>> ফোনের ক্যামেরার লেন্সটি ভালোভাবে পরিষ্কার করুন। ফোনের লেন্স অনেকদিন পরিষ্কার না করলে তাতে ধুলো জমতে শুরু করে। ফলে ফোনে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তার মধ্যে একটি হল লেন্সে ধুলো জমে থাকা এবং ফটো ব্লার হওয়া। এমন পরিস্থিতিতে আপনার লেন্স নোংরা কি না তা দেখুন। যদি নোংরা হয় তবে একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।

>> আপনি যদি অন্ধকারে বা কম আলোতে ফটো ক্লিক করেন, তাহলে আপনার ফোনের ফটোগুলো অস্পষ্ট হতে পারে। এমন পরিস্থিতিতে, যখনই আপনি কোনো ফটো ক্লিক করবেন, তখন আলোর কথা মাথায় রাখুন।

>> ফোনের ব্রাইটনেস বাড়িয়ে নিন। এতে আপনার তোলা ছবিটি কেমন আসছে তা খুব ভালোভাবে বুঝতে পারবেন। রাতে হলেও ছবি ঝকঝকে আসবে।

>> ক্যামেরা সেটিংস দেখে নিন। এজন্য প্রথমে ক্যামেরা অ্যাপটি খুলতে হবে এবং পোর্ট্রেট মোড, ল্যান্ডস্কেপ, নাইট মোড বা প্রো মোডের মতো অনেকগুলো মোডগুলো ঠিকঠাক রয়েছে কি না দেখে নিন। তবে রাতে ছবি তোলার সময় নাইট মোড ব্যবহার করতে পারেন।

>>এইচডিআর মোডে ক্লিক করতে হবে। এছাড়াও ফটোতে ক্লিক করার সময় স্ক্রিনে ট্যাপ করে ম্যানুয়ালি এক্সপোজার এবং ফোকাস ঠিক করুন। এতে ছবি ভালো আসবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ