বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার স্মারকলিপির প্রদান সম্পন্ন। কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন যেভাবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মেটা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, এই ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।

মেটা প্রধান মার্ক জাকার্বার্গ নিজে জানিয়েছেন, এই ফিচার সুবিধায় ব্যবহারকারীদের আর একাধিক ফোন ব্যবহারের প্রয়োজন হবে না। ডুয়াল-সিমের ফোনে একটি অ্যাপ থেকেই ব্যবহারকারী দুটি অ্যকাউন্ট খুলতে পারবেন। একাধিক অ্যাকাউন্টের সাপোর্টের জন্য এই ফিচারটি চালু করতে দ্বিতীয় নম্বরে সক্রিয় আরেকটি সিম কার্ডের প্রয়োজন হবে। আর বিকল্প হিসেবে ই–সিম সুবিধাও নিতে পারবেন।

কীভাবে একটি হোয়াটসঅ্যাপ থেকে দুটি মোবাইল নম্বরে পৃথক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, সেই প্রক্রিয়া জেনে নেওয়া যাক—

একই অ্যাপে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করার কাজটি খুবই সহজ। এজন্য প্রথমেই দরকার হবে দুটি সক্রিয় নম্বরের স্মার্টফোন। এরপর হোয়াটসঅ্যাপ সেটিংসে প্রবেশ করতে হবে। সেখানে আপনার অ্যাকাউন্ট নামের পাশে অ্যারোতে প্রেস করুন। এরপরে অ্যাড অ্যাকাউন্ট অপশন বেছে নিন। এখান থেকেই আপনি দ্বিতীয় অ্যাকাউন্টের সেটআপ প্রক্রিয়া শুরু করতে পারবেন।

সম্প্রতি এই ফিচারের ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। তবে সব ফোনেই এই ফিচার এখনই পৌঁছে যাবে এমন নয়। বিটা পরীক্ষকরা এই মুহূর্তে ফিচারটির পরীক্ষা করছেন। সবার জন্য এই সুবিধা উন্মুক্ত হতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতেই ফিচারটি সব ফোনে পৌঁছে যাবে বলে জানা গেছে।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ