ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ফ্যাসিবাদ, পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। এতে শতভাগ ভোটারের ভোটের মূল্যায়ন হয়। যেমন- কোন দল ৩০% ভোট পেলে তারা মোট আসনের ৩০% তথা ৯০টি আসন লাভ করবে। বিশ্বের ১০০টির বেশি দেশ কোন না কোন প্রকারের পিআর পদ্ধতি অনুসরণ করছে। এরমধ্যে শতভাগ পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন হয়ে থাকে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ইত্যাদি দেশসমূহে।
শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন শাখার নির্বাচনী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আন্দোলনের সেক্রেটারী হাজী আব্দুল করীম। ধামঘর ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী আমির হামজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্র নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিতকরণ এবং এমপি মন্ত্রীগণ জনগণের খাদেম হয়ে কাজ করবে।
সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, অন্তর্বতীকালীন সরকার শুরুতে যে অবস্থানে ছিলো, এখন তা নেই। লন্ডনে বৈঠকের পর পুরো সিচোয়েশন চেঞ্জ হয়ে গেছে। একটি দলের চাপে পড়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। অথচ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ এখনও হয়নি। আলোচনা শেষে নহল চৌমহনী বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় সাধারণ মানুষ হাতপাখার পক্ষে ব্যাপক সাড়া দেয়।
এমএইচ/