শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তান সফরে বাংলাদেশের আলেমরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইমারাতে ইসলামিয়ার (আফগানিস্তানের তালেবান সরকার) রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

গতকাল সকালে (১৭ সেপ্টেম্বর) তারা দুবাই হয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। সফরকালে প্রতিনিধি দল তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের আলেমদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়াও আফগানিস্তানে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ক বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন এবং তা সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করার বিষয়টিও সফরের অন্যতম উদ্দেশ্য।

প্রতিনিধি দল সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনেরও পরিকল্পনা করেছেন।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দল সৌদি আরব গমন করেন এবং পবিত্র ওমরাহ পালন করেন। ওমরাহ শেষে মক্কায় অবস্থানরত প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, যেখানে আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার বিষয়ে আলোচনা হয়।

আফগানিস্তান সফর শেষে মাওলানা মামুনুল হকের মধ্য এশিয়ার আরও কিছু মুসলিম দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যা মুসলিম বিশ্বে বাংলাদেশের আলেম সমাজের কূটনৈতিক ও দ্বীনি যোগাযোগকে আরও বিস্তৃত করবে বলে ধারণা করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ