শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

রাষ্ট্রীয়ভাবে কুরআনের আইন বাস্তবায়নে যুব সমাজের জাগরণ অপরিহার্য : মাওলানা ইউসুফী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, রাষ্ট্রীয় কাঠামো ও নীতিতে কুরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠা শুধু একটি ধর্মীয় দাবি নয়, বরং এটি জাতীয় দায়িত্ব এবং মুক্তির পথ। শত বছরের ইসলামী রাজনীতির অভিজ্ঞতা ও আত্মত্যাগের ভিত্তিতে জমিয়ত নিরন্তর এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাউন্সিলে সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের সভাপতি আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন মুফতি মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া বলেন, বর্তমান সমাজে যুব সমাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা অপরিহার্য। রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় অবক্ষয় ও মূল্যবোধহীনতার সময়ে যুবকদের আদর্শবান, সংগঠিত ও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন জমিয়তের সহ-সাংগঠনিক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা কাউসার আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে চিন্তা, দাওয়াত, সেবামূলক কাজ ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শিক ও নৈতিক প্রশিক্ষণ এবং দাওয়াতভিত্তিক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমেই একটি ইসলামি রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপিত হবে।

এসময় মুফতি মাহমুদুল হাসানকে সভাপতি, আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আনিসুল মুত্তাকীনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ