শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

জমিয়তের জেদ্দা মহানগরী শাখার শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরবের জেদ্দা মহানগরী শাখার শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেদ্দা ওয়াদিমুরেখ ইস্তেরাহা যিয়াফায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে ও মাওলানা বিলাল উদ্দীন, মাওলানা উবায়দুল্লাহ আশরাফ ও এইচ এম জাকারিয়ার যৌথ পরিচালনায় — হাফিজ আমিনুল ইসলাম ও হাফিজ নুমান আহমদের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা হিলাল আহমদ। এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। 

বক্তারা বলেন, জমিয়ত একটি প্রাচীনতম সংগঠন। যার নেতৃত্বে বৃটিশ বিরোধী আন্দোলন সফল হয়। জমিয়ত তার প্রতিষ্ঠালগ্ন থেকে ঈমান, আক্বিদা, ইসলামী সংস্কৃতি, তাহযিব-তামাদ্দুনের হেফাজতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনেও নেতৃত্বদানকারী অন্যতম সংগঠন জমিয়ত। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে আসছে। 

বক্তারা সুস্পষ্ট ভাষায় বলেন, জমিয়ত তার ঐতিহ্যকে আকড়ে ধরে ন্যায় ইনসাফ ও বাংলাদেশ পন্থার রাজনীতিতে বিশ্বাসী। 

জমিয়ত ভারতের গোলামি থেকে মুক্ত হয়ে নতুন ভাবে আমেরিকার গোলাম হতে চায় না। জমিয়ত বাংলাদেশের মানুষকে সর্বদা দেশের স্বকীয়তা বজায় রেখে রাজনীতির আহ্বান করে। 

সভায় বক্তারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী রাহ. এর হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য রাষ্ট্র ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সর্বশেষ প্রধান অতিথি মাওলানা হিলাল আহমদের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ